ভাইরাল

‘ক্যামেরা বন্ধ করো’! চিত্র-সাংবাদিকদের তীব্র ধমক দিল করিনা-পুত্র তৈমুর! ‘বদমেজাজি বাচ্চা তৈরি হচ্ছে’, কটাক্ষ নেটিজেনদের

ইতিমধ্যে বেশ কয়েকবার সোশ্যাল মিডিয়ার দৌলতে বলিউড অভিনেত্রী করিনা কাপুরের পুত্র তৈমুর খানের দুর্ব্যবহার চোখে পড়েছে নেটিজেনদের। এবার আরো একবার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে উঠে এলো উপস্থিত চিত্র-সাংবাদিকদের উদ্দেশ্যে করা তৈমুরের চিৎকার। প্রসঙ্গত, এদিন বাড়ির সামনে খেলনা গাড়ি চেপে ঘুরতে দেখা গিয়েছিল তৈমুরের ছোট ভাই জাহাঙ্গীরকে।

তার ফটো তোলার জন্য উপস্থিত চিত্রসাংবাদিকরা সামান্য চেষ্টা করতেই তাদের দিকে ছুটে আসছে দেখা যায় তৈমুরকে এবং সে চিৎকার করে জানায় ক্যামেরা বন্ধ করার জন্য। বলাই বাহুল্য এই ভিডিও দেখার পর নেট দুনিয়ার বাসিন্দাদের একটি বড় অংশ জানাচ্ছেন অভিনেতা সইফ আলি খান এবং তার স্ত্রী করিনা কাপুর বোধহয় যথোপযুক্ত শিক্ষা দিতে ব্যর্থ হচ্ছেন তাদের বড় সন্তানকে। যে কারণে ক্রমাগত তৈমুরের এধরনের ভিডিও চোখে পড়েছে তাদের। প্রসঙ্গত এর আগেও প্রকাশ্যেই বাবা সইফ আলী খানকে ঘুষি মারতে দেখা গিয়েছিল তৈমুরকে।

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

এমনকি এর আগে চিত্র সাংবাদিকদের সঙ্গেও দুর্ব্যবহার করেছে সে। তবে অভিনেত্রীর অনুগামীরা জানাচ্ছেন চিত্রসাংবাদিকরা মাঝেমধ্যেই সীমা লঙ্ঘন করে ফেলেন, সেই কারণেই হয়তো তৈমুর তাদেরকে ক্যামেরা বন্ধ করতে নির্দেশ দিয়েছে। বড়দাদা হিসেবে সে জাহাঙ্গীরকে রক্ষা করছে, এমন মন্তব্যও করতে দেখা গেছে অনেককে। তবে সব মিলিয়ে আরো একবার নেটিজেনদের সমালোচনার শিকার হয়েছেন তৈমুর আলি খান।

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

Back to top button

Ad Blocker Detected!

Refresh