‘মাছ নেবেন দাদা, মাছ নেবেন’! ভুবন বাদ্যকর অতীত! এবার তার জায়গা ছিনিয়ে নিলেন মাছ-বিক্রেতা কুশল বাদ্যকর! শুনুন ভাইরাল গান
সোশ্যাল মিডিয়ায় ‘কাঁচা বাদাম’ গানের মাধ্যমে তুমুল ভাইরাল হয়েছিলেন বীরভূমের বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর। এরপর অতি অল্প দিনের মধ্যেই নেটিজেনরা দেখতে পেয়েছিলেন বদলে গিয়েছিল ওই বাদাম বিক্রেতার জীবন। প্রশাসনের কাছ থেকে সংবর্ধনা পাওয়ার পাশাপাশি ইতিমধ্যেই বাংলাদেশের ভাইরাল গায়ক হিরো আলমের সঙ্গে জুটি বেঁধে ফেলেছেন তিনি। পাশাপাশি মুম্বাই গিয়ে নিজের নতুন গানের রেকর্ডিং করে আসতে দেখা গিয়েছে তাকে।
তবে এবার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে উঠে এলো আরেকটি নতুন গান। যা শোনার পর নেটিজেনদের অনেকেই মনে করছেন হয়তো জনপ্রিয়তার দিন শেষ হতে চলেছে ভুবন বাদ্যকরে। কারণ এবার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল হয়ে উঠেছে দুর্গাপুরের মাছ বিক্রেতা কুশল বাদ্যকর এর গান। তিনিও ভুবন বাবুর মতই গান গেয়ে মাছ বিক্রি করেন। বলাই বাহুল্য তার খোলা গলার গান শুনে মুগ্ধ হয়ে গিয়েছেন নেটদুনিয়ার বাসিন্দারা।
তারা মনে করছেন ভুবন বাবুর মতই হয়তো জনপ্রিয়তা লাভ করতে সক্ষম হবেন এই মাছ বিক্রেতা। তবে পাল্টা সন্দেহ প্রকাশ করতে দেখা গেছে ভুবন বাদ্যকর এর অনুগামীদের। তারা জানিয়েছেন অতি অল্প সময়ের মধ্যে যেভাবে খ্যাতির শীর্ষে পৌঁছাতে সক্ষম হয়েছেন ভুবন বাদ্যকর, তা অন্য কারোর পক্ষে করা অত্যন্ত কঠিন।