Uncategorized

ভারতের ঝুলিতেই থাকলেও কান চলচ্চিত্র উৎসবের সেরা পুরস্কার, জয়জয়কার বাঙালি পড়ুয়ার, একমাত্র ভারতীয় হিসাবে পুরস্কার জিতলেন শৌনক সেন

ভারতের ঝুলিতেই থাকলো কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্রের পুরস্কার। ‘দ্য গোল্ডেন আই’ এর সম্মান ধরে রাখলেন এক বাঙালি ভারতীয়। গত বছর পর এই বছর সেরার শিরোপা পেলেন দিল্লিবাসী বাঙালি পরিচালক শৌণক সেন। ‘অল দ্যাট ব্রিদস’ ছবির জন্য দিল্লির নিবাসী পেলেন এই সম্মান। নিঃসন্দেহে যেকোনো বাঙালির জন্যই এটি একটি গর্বের বিষয়। শুধুমাত্র বাংলা নয় সারা ভারতের জন্যই এটি অত্যন্ত গর্বের বিষয়

শৌনক সেনের পরিচালিত এই ছবিটি ৭৫ তম কান ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হয়েছে। বিচারকদের তরফের এই ছবি সেরা। সকলের কাছে এই ছবির প্রশংসা পেয়েছে। ছবিতে জীবনের প্রতিটি মুহূর্তের মূল্য রয়েছে। বিচারকদের মধ্যে যে কেউ এই ছবি তুলে ধরতে পারেনা খুব সুন্দর মুহূর্তগুলো ক্যামেরাবন্দী করা হয়েছে। দেড় ঘণ্টার এই ছবিতে দুই ভাই মহম্মদ সৌদ এবং নাদিম শেহজাদ জীবনের কথা তুলে ধরা হয়েছে। যারা পরিযায়ী পাখি black-eyed দের বাঁচাতে নিজেদের নিয়োজিত করেছেন। ছবিটি চলতি বছরের সানড্যান্স ফিল্ম ফেস্টিভ্যালে ও পুরস্কার পেয়েছিল। এর আগে ২০১৬ সালে ‘সিটি অফ স্লিপ’ নামের একটি ছবি তৈরি করেছিল শৌণক সেটাও বেশ প্রশংসা পেয়েছিল দর্শকমহলে। কান চলচ্চিত্র উৎসবে গোল্ডেন আই ছাড়াও শৌণক প্রায় ভারতীয় মুদ্রা হিসেবে চার লক্ষ টাকা পুরস্কার পেয়েছেন।

এ বছর এ আর রহমানের ‘লে মাস্ক’ ছবিটির প্রদর্শনী হয়েছে কান ও। কমল হাসান এর ‘বিক্রম’ ছবির হিন্দি সংষ্করণের ট্রেলার মুক্তি পেয়েছে চলচ্চিত্র উৎসবে। আর মাধবনের আসন্ন ছবি রকেট্রি: দ‍্য নাম্বি এফেক্ট এরও বিশেষ প্রদর্শনী হয়েছে কান চলচ্চিত্র উৎসবে। এমনকি বাঙালির কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায়ের ছবি প্রদর্শিত হয়েছিল কান চলচ্চিত্র উৎসবে। চলতি বছরে ভারতকে ‘কান্ট্রি অফ অনার’ সম্মান দেওয়া হয়েছিল। চলতি বছরে অনেক অভিনেতা অভিনেত্রীরাই কান চলচ্চিত্র উৎসবে রেড কার্পেটে হেঁটেছেন।

Back to top button

Ad Blocker Detected!

Refresh