Story

একটা সময় গায়ের কালো রং নিয়ে অপমানিত হতে হয়েছিল জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তীকে, আজ তিনিই সকলের কাছে ‘মহাগুরু’ ‘ডিস্কো ডান্সার’ নামে পরিচিত

বলিউড এবং টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির খ্যাতিমান অভিনেতা মিঠুন চক্রবর্তী। নিজের অভিনয়ের জন্য তো তিনি বরাবরই দর্শকের মনে বিশেষ জায়গা করে নিয়েছেন। ডিস্কো ডান্সার হিসেবে তার জনপ্রিয়তা অনেকদূর ছড়িয়েছে। এছাড়াও আজ রাজনীতির জগতে আলাদা পরিচিতি তৈরি করেছেন। একটা সময় রাস্তায় ফুটপাতে ও কাটিয়েছিলেন অভিনেতা। সেখান থেকে আজ তিনি এত বড় একজন অভিনেতা হয়েছেন। সকলেই তাকে এক নামে চেনেন। তার জনপ্রিয়তা ছড়িয়ে রয়েছে দেশের কোনায় কোনায়।

অথচ এই অভিনেতাকে নাকি একসময় গায়ের রং নিয়ে নানান ধরনের কটু কথা শুনতে হয়েছিল। গানের রিয়েলিটি শো সারেগামাপা লিটল চ্যাম্পসের মঞ্চে কঠিন সময়ের কথা স্মরণ করলেন মিঠুন। সেলিব্রেটিং ডিস্কো কিং-এর বিশেষ পর্বে পদ্মিনী কোলপুরির পাশাপাশি হাজির ছিলেন তিনিও।

এ দিন মঞ্চে এসে মিঠুন চক্রবর্তী বলেছেন, ‘আমার সঙ্গে যা ঘটেছে আমি চাই আর কারও সঙ্গে যেন এমনটা না ঘটে। সবার জীবনেই স্ট্রাগল রয়েছে। কিন্তু প্রতি মুহূর্তে আমাকে গায়ের রঙের জন্য বছরের পর বছর অপমানিত হতে হয়েছে। এমনও দিন গিয়েছে না খেয়ে শুয়ে পড়েছি। নিজের কথা ভেবে নিজেই কাঁদতাম। ভাবতাম ওবেলা কী খাব। কোথায় ঘুমাবো। কতদিন ফুটপাথে শুয়ে ঘুমিয়ে পড়েছি।’

অভিনেতা কখনোই চান না তাকে নিয়ে কোন বায়োপিক তৈরি হোক। কারণ তিনি সেই সময় যে মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে গেছেন কেউ সেটা সহ্য করতে পারবেনা। তিনি আরো বলেন ‘এটাই একমাত্র কারণ, আমি চাই না আমার বায়োপিক কখনও তৈরি হোক! আমার গল্প কখনই কাউকে অনুপ্রাণিত করবে না, বরং আরও ভেঙে ফেলবে (মানসিকভাবে)।

কাউকে তাঁর স্বপ্নের দিকে এগিয়ে নিয়ে যেতে বাধা দেবে। আমি যদি পাড়ি সেও পারবে। ইন্ডাস্ট্রিতে নিজেকে প্রমাণ করতে অনেক কষ্ট করেছি। হিট সিনেমা দিয়েছি তাই লোকে কিংবদন্তি বলে না, বরং জীবনের যে সমস্ত যন্ত্রণা এবং সংগ্রামকে অতিক্রম করেছি সেই কারণে লোকে কিংবদন্তি বলে।’

নিজের অভিনয়ের জন্য জাতীয় পুরস্কার পেয়েছেন অভিনেতা। নিজের অভিনয় জীবনে কয়েকশো ছবিতে অভিনয় করেছেন। বাংলা হিন্দি মিলিয়ে তার সুপারহিট ছবির সংখ্যা অগুনতি।

Back to top button

Ad Blocker Detected!

Refresh