সাহসী পোশাকে শপিং মলে ঘুরছেন অভিনেত্রী নুসরত জাহান! ‘বসিরহাটে গিয়ে একটু দায়িত্ব পালন করুন’, ক্ষোভপ্রকাশ নেটিজেনদের
বড় পর্দার মতোই সোশ্যাল মিডিয়াতেও দারুণ জনপ্রিয় টলিউড অভিনেত্রী নুসরত জাহান। তবে মাঝে মধ্যেই ব্যক্তিগত কিছু ফটো এবং ভিডিও পোস্ট করলেই অভিনেত্রীকে শিকার হতে হয় সোশ্যাল মিডিয়ার সমালোচনার। কারণ তার ব্যক্তিগত জীবনের সিদ্ধান্ত থেকে শুরু করে পেশাদারী জীবন নিয়ে আপত্তি রয়েছে নেটিজেনদের অনেকেরই। সম্প্রতি একটি ভিডিও পোস্ট করতে দেখা গিয়েছে অভিনেত্রী নুসরত জাহানকে।
যার পর তীব্র সমালোচনার সম্মুখীন হতে হয়েছে অভিনেত্রীকে। প্রসঙ্গত অনুগামীদের সঙ্গে একটি ছোট ভিডিও শেয়ার করে নিয়েছিলেন অভিনেত্রী যেখানে সপ্তাহান্তে সাহসী পোশাক পরে একটি শপিং মলে ঘুরতে দেখা গেছে তাকে। কখনো আইসক্রিমের দোকান থেকে শুরু করে কখনো ফুলের দোকান, সব জায়গাতেই অবাধ বিচরণ করেছেন অভিনেত্রী। কিন্তু এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পরেই নেটিজেনদের একটি বড় অংশ জানান সাংসদ হিসেবে বসিরহাটে গিয়েও কিছু দায়িত্ব পালন করা উচিত নুসরতের।
পাশাপাশি তিনি মুখ দেখিয়ে ভোটে জয়লাভ করে আর কোনদিন বসিরহাটের দিকে যাননি এমন অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। তবে ইতিমধ্যে পাল্টা মুখ খুলতে দেখা দিয়েছে অভিনেত্রীর অনুগামীদের। তারা জানিয়েছেন এই ছোট্ট ভিডিওটিতে দারুন লেগেছে তাদের প্রিয় অভিনেত্রীকে। পাশাপাশি দায়িত্ব পালন না করার অভিযোগে বিদ্ধ হলেও গোটা বিষয়টি নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি অভিনেত্রী নুসরত জাহান।
View this post on Instagram