টলিউড

‘পাকা পটল দানা হয়ে গেছে’! ছোট পোশাক পড়ে ছবি দিতেই কটাক্ষের শিকার অভিনেত্রী হিয়া দে, অশ্লীল প্রস্তাব এল তার দিকে

বাংলা বিনোদন(Tollywood) জগতের এক অত্যন্ত পরিচিত মুখ হিয়া দে(Hiya Dey)। শিশু শিল্পী হিসেবে নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন তিনি। স্টার জলসা জনপ্রিয় ধারাবাহিক পটল কুমার গানওয়ালা(Potol Kumar Ganwala) ধারাবাহিকে অভিনয় করে এই জগতে এসেছিলেন হিয়া।

থেকে নিজের অভিনয় দিয়েই মন জয় করে নিয়েছেন দর্শকদের। এরপর ফেলনা ,আলো ছায়া একটার পর একটা ধারাবাহিককে অভিনয় করেছেন তিনি। এমনকি এইটুকু বয়সে কাজ করে ফেলেছেন বড় পর্দাতেও। পরিচালক অংশুমান প্রত্যুষের নির্ভয়া সিনেমায় ধর্ষিতা ও অন্তঃসত্ত্বা কিশোরী পিয়ালীর ভূমিকায় ছিলেন তিনি। এত ছোট হয়েও যেভাবে তিনি সাবলীলভাবে অভিনয় করেছিলেন ছবিতে তা প্রশংসনীয়।

শিশু শিল্পী হিসেবে অভিনয় জগতে এলেও এখন তিনি কিশোরী। পাশাপাশি সামাজিক মাধ্যমেও দেখা যায় তাকে সমানভাবে। ইনস্টাগ্রামে তার ফলোয়ার্স এক লাখের বেশি। মাঝেমধ্যেই তাই না হলে ভিডিও পোস্ট করে থাকেন তিনি। প্রায় প্রত্যেকটা ছবিতেই একটু আধুনিক ভাবে মেলে ধরে নিজেকে। আর প্রত্যেকটা ছবি ভাইরাল হলেও তাকে ভীষণভাবে সমালোচনা এবং ট্রোলিংয়ের মুখে পড়তে হয়।

 

View this post on Instagram

 

A post shared by Hiya Dey (@hiia_dey_official)

সম্প্রতি তার একটি নাচের রিল ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে ভিডিওতে ডেনিম হটপ্যান্ট এবং ‘এভিল আই’ আঁকা এক সাদা টি শার্ট করে দেখা যাচ্ছে। সঙ্গে রয়েছে সানগ্লাস। ছবিটি তুলে জনপ্রিয় ইংরেজি গানের সঙ্গে নিচেও আছেন তিনি। পাশাপাশি কয়েকটি ছবি পোস্ট করেছেন। হিয়ার এই বোল্ড লুকের জন্য একাধিক নেটিজেন এক এক রকম মন্তব্য করেছেন। কেউ বিদ্রুপ করে বলেছেন ,’পটল পেকে গেছে’। আবার কেউ বলেছেন ,’প্যান্টটা অনেক ছোট হয়ে গেছে’। কেউ লিখেছেন,’ বেশি উড়ছো’।

 

View this post on Instagram

 

A post shared by Hiya Dey (@hiia_dey_official)

Back to top button

Ad Blocker Detected!

Refresh