বলিউড

পূত্রবধূ আলিয়ার জন্মদিনে এ কি করলেন শাশুড়ী মা নিতু সিং? মা হওয়ার পর কেমন গেল আলিয়ার জন্মদিন?

নেপোটিজমের হাত ধরে অর্থাৎ ২০১২ সালে করন জোহর পরিচালিত সিনেমা ‘স্টুডেন্ট অফ দি ইয়ার’য়ের দ্বারাই বলিউডে পা রাখে তিনজন প্রতিভাবান অভিনেতা অভিনেত্রী। ডেভিড ধাওয়ানের পুত্র বরুণ ধাওয়ান আর সিদ্ধার্থ মালহোত্রার পাশাপাশি এই ছবিতে ছিল মহেশ ভাটের কন্যা আলিয়া ভাট। ছবি রিলিজের পরপরই আলিয়ার কিউটনেসের প্রেমে পড়ে তৎকালীন ভারতবর্ষের ইউথ-রা।

তবে বাবা বলিউডের বিখ্যাত কেউ হলেই যে তাঁর ছেলে‌ মেয়েও সে কাজ করবে এমন‌ কোনো মানে নেই, অনেক বড় মাপের সন্তানেরা তাঁদের বাবার আশেপাশেও পৌঁছোতে পারেনি। তবে আলিয়া ভাট এক্ষেত্রে ব্যতিক্রম। নিজের অভিনয় দক্ষতার মাধ্যমে জয় করেছেন ভারতীয়দের মন। ‘হাইওয়ে’, ‘গলি বয়’, ‘উড়তা পাঞ্জাব’-র মতো আলিয়ার অনবদ্য অভিনয় কেড়েছিল সকলের নজর।

সেই ছোট্টো আলিয়া এখন হয়েছেন আরো একটি ছোট্টো আলিয়া, মা হয়েছেন তিনি, মেয়ের নাম রেখেছেন রাহা। রাহা নামটি রেখেছে রাহার ঠাম্মা নিতু সিং। তবে বৌমা আলিয়াও খুব আদরের শাশুড়ী মা নিতুর কাছে। মার্চ মাসের ১৫ তারিখ ছিল বৌমার জন্মদিন। জন্মদিনে আলিয়ার একটি ছবি পোস্ট করে লিখলেন, “শুভ জন্মদিন বহুরানী, শুধু ভালোবাসা এবং আরো ভালোবাসা”।

আলিয়া এখন মহেশ ভাটের মেয়ের পাশাপাশি সম্ভ্রান্ত কাপুর পরিবারের পূত্রবধূ। দীর্ঘ পাঁচ বছর প্রেম করার পর বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন রনবীর আলিয়া। জন্মদিনের সেলিব্রেশনের একটি পোস্টও করেন আলিয়া, নিতু সিং-কে দেখা যায়নি সেখানে, সম্ভবত নাতনি রাহার দেখভাল করছিলেন তিনি। ননদ রীধিমা কাপুরও স্টোরিতে ছবি দিয়ে পোস্ট করে জন্মদিনের শুভেচ্ছা জানান তাঁর “আদরের আলু”-কে।

Back to top button

Ad Blocker Detected!

Refresh