বলিউড

ভয়ঙ্কর বাইক অ্যাকসিডেন্টে গুরুতর আহত প্রিয়াঙ্কা চোপড়ার স্বামী নিক! প্রকাশ্যে এলো ভিডিও

আমেরিকান গায়ক তথা প্রিয়াঙ্কা চোপড়ার স্বামী নিক জোনাস সম্প্রতি একটি বাইক দুর্ঘটনার গুরুতর আহত হয়েছেন। সংগীতশিল্পীকে দ্রুত লস অ্যাঞ্জেলেসের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

হাসপাতাল থেকে ডক্টর জানান নিক পাঁজর এ গুরুতর আঘাত পেয়েছেন। পাঁজরের আঘাতের জন্য তার চিকিৎসা করা হয়। সোমবার তার রিয়েলিটি শো দ্য ভয়েস-এর মঞ্চে নিক তার চোট সম্পর্কে বিশদ জানিয়েছিলেন।

জানা যায়, অলিম্পিক ড্রিমস নামক একটি শো তে নিক তার বিএমএক্স বাইক নিয়ে যোগদান করেন। একই সঙ্গে অংশ নিয়েছেন তার দুই ভাই কেভিন ও জো জোনাস।

সোশ্যাল মিডিয়াতে অ্যাকসিডেন্ট এর সেই ভিডিও ভাইরাল হয়। যেখানে দেখা যাচ্ছে নিক একটি উঁচু নিচু জায়গায় বাঁক নিতে গিয়ে নিজের ব্যালান্স হারিয়ে ফেলেন। এরপরই ঘটে দুর্ঘটনা। সঙ্গে সঙ্গে দুর্ঘটনা স্থল থেকেই নিক কে হসপিটাল এ নিয়ে যাওয়া হয়।

দ্যা ভয়েস এর শো তে তিনি জানান “আমি ঠিকঠাক অনুভব করছি, সর্বশেষ মরশুমের শীর্ষ নাইন উপস্থাপনের জন্য লাইভ স্টেজে যাওয়ার আগে আমি আরও ভাল ছিলাম, তবে আমি ঠিকঠাক করছি।” তিনি আরও বলেন “তবে আমি কেবল এগিয়ে যেতে চাই”।

Back to top button

Ad Blocker Detected!

Refresh