মুকেশ আম্বানির অনুষ্ঠানে নিজের প্রেমিকার জুতো ধরে দাঁড়িয়ে আছে বলিউড স্টার হৃত্বিক রোশন, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি
মুকেশ আম্বানি অনুষ্ঠিত কালচারাল অনুষ্ঠানে গোটা বলিউড উপস্থিত ছিল। উপস্থিত ছিলেন বলিউডের অন্যতম হ্যান্ডসম বয় হৃত্বিক রোশন এবং তার বর্তমান প্রেমিকা সাবা আজাদ। আর সেই পার্টিতেই হৃত্বিক এবং সাবার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ছবিতে হৃত্বিক কে সাবার জুতো জোড়া হাতে ধরে থাকতে দেখা গেছে। যা সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়ে পড়েছে।
বেশ কয়েকমাস ধরেই তারা প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। হৃত্বিক রোশন ইতিমধ্যেই নিজের আগের স্ত্রী কে ডিভোর্স দিয়েছেন। সাবা কে ডেট শুরু করার একমাস পরেই নাকি গোয়া গিয়েছিলেন তারা। হৃত্বিকের পরিবারের সাথেও নাকি ভালো ভাবেই মিশে গিয়েছে সাবা। হৃত্বিকের সঙ্গে মুম্বইয়ের একটি রেস্তরাঁ থেকে বেরতে দেখা যায় সাবাকে। প্যাপারাৎজ়িদের নজর এড়াতে পারেননি দুই তারকা।
সূত্রের খবর অনুযায়ী, হৃত্বিক-সাবার নাকি প্রথম আলাপ হয় টুইটারে। একসূত্র মারফত জানা গিয়েছে, ২-৩ মাস ধরে ডেট করছেন হৃত্বিক-সাবা। তারপরই প্রকাশ্যে আসে তাদের সম্পর্কের কথা। এখন তো সকলেই জানেন। সোশ্যাল মিডিয়ায় দুজন দুজনের সাথে ছবিও পোস্ট করেন। সাবা পেশায় একজন সঙ্গীত শিল্পী।
View this post on Instagram