বলিউড

কারিনা কাপুরের ছেলের মতো আর একটা ছেলে পাওয়া আজকের দিনে সত্যিই দুর্লভ! মাত্র ১৬ মাস থেকেই শরীর চর্চা, ভাইরাল করিনা কাপুরের ছোট ছেলে জেহ

আজ ২১শে জুন, আন্তর্জাতিক যোগ দিবস বলেই এই দিনটি সকলের কাছে পরিচিত। যোগব্যায়াম শুধুমাত্র ফিগার মেইনটেইন করতে নয় শরীর স্বাস্থ্য সুস্থ রাখতেও বেশ উপকারী। শুধুমাত্র শরীর-স্বাস্থ্য নয় মন ভালো রাখতেও যোগব্যায়ামের জুড়ি মেলা ভার। টলিউড থেকে বলিউড ইন্ডাস্ট্রিতে অভিনেত্রীরা নিজেদের শরীর স্বাস্থ্য মেন্টেন করার জন্য এই যোগব্যায়াম এর উপরই নির্ভরশীল। আর এবারের এই যোগব্যায়ামের সাথে পরিচয় ঘটল কারিনা কাপুরের ছোটো পুত্র জেহ র।

আমরা প্রত্যেকেই জানি কারিনা কাপুর নিজের স্বাস্থ্য সম্পর্কে ঠিক কতটা সচেতন। অভিনেত্রীকে আমরা সবসময় যোগব্যায়ামের সঙ্গে যুক্ত দেখেছি। দীর্ঘ বেশ কয়েক বছর ধরেই নিজেকে যোগাসনের মধ্যে রেখেছেন কারিনা। প্রতিবার আন্তর্জাতিক যোগ দিবসের তিনি একটি করে ছবি ইনস্টাগ্রামে আপলোড করেন এবারের পুত্র জেহ র ছবি আপলোড করলেন কারিনা।

সোশ্যাল মিডিয়ায় পুত্রের ছবি আপলোড করতে ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গেল। মাত্র ১৬ মাস বয়সেই যোগাসন করতে শুরু করে দিয়েছে তারকা পুত্র। আর সেই ছবি বর্তমানে সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল। লক্ষ লক্ষ লাইক পড়েছে কারিনার পোস্ট করা ছবিতে। অসংখ্য মানুষ কমেন্ট করে ভরিয়ে দিয়েছেন তার পোস্ট। ছবিটি আপলোড করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন ‘ভারসাম্য জীবন এবং যোগের ক্ষেত্রে এই শব্দটা খুবই গুরুত্বপূর্ণ জেহ বাবা।’

 

View this post on Instagram

 

A post shared by Kareena Kapoor Khan (@kareenakapoorkhan)

Back to top button

Ad Blocker Detected!

Refresh