বিনোদন

Dona Ganguly: প্রকাশ্য মঞ্চে দুর্দান্ত ডান্স পারফর্ম সৌরভপত্নীর! মুগ্ধ নেট নাগরিকরা

ক্রিকেট তারকা গঙ্গোপাধ্যায়ের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় ওডিসি নাচে অনবদ্য তিনি। মাঝে মাঝেই ডোনা গঙ্গোপাধ্যায়ের নাচের ভিডিও সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হয়। এবারেও হলো তাই। ডোনা গঙ্গোপাধ্যায়ের ওডিসি নৃত্য সারা বিশ্ব জুড়ে সমাদৃত। তাঁর বেশ কয়েকটি নাচের স্কুল রয়েছে। সেই সমস্ত নাচের স্কুলে মাসিক ফি মধ্যবিত্তের নাগালেই রেখেছেন তিনি। সকলের কথা চিন্তা করেই এই সিদ্ধান্ত। তবে এবার সোশ্যাল মিডিয়ার ভাইরাল হলেন ডোনা গঙ্গোপাধ্যায় নিজের নাচের ভিডিওর জন্য।

সৌরভ পত্নী ডোনা গঙ্গোপাধ্যায় উপস্থিত হয়েছিলেন ‘ডান্স বাংলা ডান্স জুনিয়র 3’ এর মঞ্চে। সেই দিনেরই এপিসোডের একটি ভিডিও সামাজিক মাধ্যমের পাতায় ঘোরাফেরা করছে। ভিডিওটি পুরনো হলেও নতুন করে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে। সেখানে দেখা গিয়েছে যে, মঞ্চে উপস্থিত এক প্রতিযোগীকে বেশ কিছু নাচের স্টেপ শিখিয়ে দিচ্ছেন ডোনা। প্রতিযোগী আনন্দের সঙ্গেই সেই স্টেপ শিখে নিচ্ছেন। ডান্স বাংলা ডান্সের মঞ্চে ডোনা গঙ্গোপাধ্যায়ের নাচের তালিম দেওয়ার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় দারুন ভাইরাল হয়েছে।

ভাইরাল হওয়াভিডিওটি অবশ্য বেশ কয়েক মাসের পুরনো। কিন্তু তাতে কি, যত পুরনো ভিডিও হোক না কেন সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও সমাদর পায় যদি তাতে স্পেশাল কিছু থাকে। নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়ের নাচের তালিম দেওয়ার ভিডিওটি তাইতো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে। দুই ক্ষুদে শিল্পী উদিতা এবং লাড্ডু ওই রিয়েলিটি শোয়ের সঞ্চালনার দায়িত্বে ছিলেন।

সৌরভের স্ত্রী ডোনা নামকরা ওডিশি নৃত্যশিল্পী। তাঁর নাচের স্কুল ‘দীক্ষামঞ্জরী’-তে বহু শিক্ষার্থী নাচ শেখে। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে ফি নিয়েই সেই নাচের স্কুলে নাচ শেখান ডোনা। ডোনা গঙ্গোপাধ্যায়ের কাছে নাচ শিখতে চান অনেকেই। তাই তাদের কথা ভেবে সাধ্যের মধ্যেই ভর্তির ফি সহ মাসিক ফি নেওয়া হয়।

Back to top button

Ad Blocker Detected!

Refresh