সাধারণ মানুষদের জন্য বছর শেষে সুখবর, পতন ঘটল সোনার দামের, স্বস্তির নিঃশ্বাস মধ্যবিত্তদের
বছর বছর সোনার দামের হেরফের হচ্ছে বাজারে। কখনো সোনা ঊর্ধ্বমুখী কখনো অল্প নিম্নমুখী। সাধারণত সোনার দাম চট করে খুব একটা পড়ে না, তবে বছর শেষে সকলের জন্য দারুন সুখবর। এবারে একধাক্কায় বেশ অনেকটাই দাম কমলো সোনার।
আজ কলকাতায় সোনার দাম (২৬.১২.২০২২-সোমবার)
(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৫৪,৩৮০ টাকা।
(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট গহনা সোনার দাম ৪৯,৮৫০ টাকা।
গতকাল কলকাতায় সোনার দাম (২৫.১২.২০২২-রবিবার)
(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৫৪,৩৮০ টাকা।
(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট গহনা সোনার দাম ৪৯,৮৫০ টাকা।
আজকের মূল্যবৃদ্ধি
(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনায় মূল্যহ্রাস ০০ টাকা।
(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট সোনায় মূল্যবৃদ্ধি ০০ টাকা।
আজ কলকাতায় রূপার দাম (২৬.১২.২০২২-সোমবার)
৭১,১০০ টাকা প্রতি কেজি।
গতকাল কলকাতায় রূপোর দাম (২৫.১২.২০২২-রবিবার)
৭১,১০০ টাকা প্রতি কেজি
আজকের মূল্যবৃদ্ধি
০০ টাকা প্ৰতি কেজি
এবছরের সোনার দাম খুব একটা হেরফের না হলেও গত বছরের তুলনায় অনেকটাই মূল্য হ্রাস হয়েছে সোনার। শনিবার আন্তর্জাতিক বাজারে ১ ট্রয় আউন্স স্পট গোল্ডের দাম ছিল ১,৭৯৮ মার্কিন ডলার। এ দিন সামান্য কমে ১ ট্রয় আউন্স সোনার দাম হয়েছে ১,৭৯৮.৫৮ মার্কিন ডলার।