সাদা হট প্যান্ট সোয়েটার পরে ‘কাঁচা বাদাম’ DJ গানে উদ্দাম নাচ ষ্টার জলসার অভিনেত্রীর! কাঁচা বাদাম গানে নেচে ভাইরাল ‘মন ফাগুন’-এর পিহু
চলতি বছরের নভেম্বর মাসে সোশ্যাল মিডিয়া জুড়ে বীরভূমের বাসিন্দা, বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর নিজের অভিনব পদ্ধতিতে বাদাম বিক্রয়ের জন্য ভাইরাল হয়েছেন। তিনি গান গেয়ে কাঁচা বাদাম বিক্রি করেন, আর এই দৃশ্যই কোন একজন রেকর্ড করে তা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দিয়েছিলেন। তারপর থেকেই এই বাদামবাবু রীতিমতো ঝড়ের গতিতে ভাইরাল হয়েছেন নেটনাগরিকদের মধ্যে। তবে সম্প্রতি তিনি পুলিশের দ্বারস্থ হয়েছিলেন অভিযোগ জানাতে। তার কথায়, তার গানের কপিরাইট তার আর নেই, সকলেই নিজেদের মতো করে সেটি ব্যবহার করছে। কিন্তু শেষ পর্যন্ত তিনি কিছুই পাচ্ছেন না বরং তার ব্যবসার ক্ষতি হচ্ছে।
এখন সোশ্যল মিডিয়া খুললেই শুধু কাঁচা বাদাম গানটা ঘোরাফেরা করছে। সম্প্রতি সেই গানে নেচে নেটমাধ্যমে রীতিমতো ভাইরাল হলেন স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘মন ফাগুন’এর নায়িকা সৃজলা গুহ। বাদামবাবুর গানে নেচে আবারো ভাইরাল হলেন অভিনেত্রী। ভিডিওটি তিনি নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। ভিডিওটি বানানোর সময় অভিনেত্রী গাঢ় নীল রঙের একটি জ্যাকেট ও সাদা রঙের একটি হট প্যান্ট পরেছিলেন। দুটো বিনুনি করে একেবারে ঘরোয়া পোশাকে নিজের ঘরের মধ্যে এই ভিডিও বানিয়েছেন অভিনেত্রী। এই গানের সাথে একেবারে আধুনিক নাচ নেচেছেন তিনি।
সৃজিলা গুহ মডেলিং দিয়ে শুরু করলেও বর্তমানে তিনি বাংলা ধারাবাহিকের পরিচিত মুখ। পাশ্চাত্যের নাচের ক্ষেত্রে তিনি যথেষ্ট পারদর্শিতার নাচ দেখেই স্পষ্ট হয়। সম্প্রতি তার শেয়ার করা নাচের ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই তার অনুরাগীরা প্রশংসায় ভরিয়েছেন তাকে। বর্তমানে বাদামবাবুর গানে নেচে আবারো ভাইরাল হলেন অভিনেত্রী।
কয়েকদিন আগে ইউটিউবার স্যান্ডি সাহার চ্যানেল থেকে বাদামবাবুর গাওয়া দ্বিতীয় গানটি শোনা গিয়েছিল। এই গানটি শেয়ার করে স্যান্ডি সাহা বলেছিলেন তার গানের কপিরাইট যেন তারই থাকে তার কাছ থেকে যেন কেউ কেড়ে নেয়। এরপরেই জানা যায়, বীরভূমের বাদাম বিক্রেতা ভুবনবাবু 1 এক সঙ্গীত শিল্পীর সাথে গান রেকর্ডিং করেছেন স্টুডিওতে, যা প্রায় সকলকেই মনে করিয়ে দিয়েছে রানু মন্ডলের কথা। তিনিও একসময় প্রচন্ড ভাইরাল হয়েছিলেন, তবে তা ছিল সাময়িক। নেটিজেনদের ধারণা এক্ষেত্রেও বিষয়টা তেমনই ঘটতে চলেছে।