কারোর থালায় দুটো ডিম, কারোর ডিমে কুসুম নেই! দেবাংশুর দায়িত্বে ২১শে জুলাইয়ের ডিম ভাত বিতরণ, মিমে ভরলো সোশ্যাল মিডিয়া
২১শে জুলাই উপলক্ষে আজ মানুষের ভিড় প্রত্যক্ষ করতে পেরেছেন কলকাতাবাসীরা। একদিকে যেমন প্রায় বন্ধ হওয়ার জোগাড় হয়েছে কলকাতার সাধারণ যানবাহন চলাচল, অপরদিকে তেমনি সোশ্যাল মিডিয়া ভরে উঠেছে হাস্যরসাত্মক মিমে। প্রসঙ্গত সোশ্যাল মিডিয়ার দৌলতে নেট দুনিয়ার বাসিন্দাদের অনেকেই মজা করে বলে থাকেন শহীদ দিবসে অনেকেই কলকাতায় হাজির হন রাজনৈতিক উদ্দেশ্যে নয়, বরং শুধুমাত্র দুপুরের ডিম ভাত খাওয়ার জন্য।
ফলস্বরূপ ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া ভরে উঠেছে ডিম ভাত খাওয়ার খবরে। প্রসঙ্গত এবছর খাদ্য বিতরণের দায়িত্বে রয়েছেন তৃণমূলের অন্যতম জনপ্রিয় মুখ দেবাংশু ভট্টাচার্য। খাবার বিতরণে যাতে কোনরকম বিশৃঙ্খলা তৈরি না হয় সে কারণে নিজে দাঁড়িয়ে থেকে ডিম ভাত বিতরণের বিষয়টি দেখবেন তিনি। পাশাপাশি ইতিমধ্যেই তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ জানিয়েছেন খাদ্য বিতরণ নিয়ে কোনরকম অন্যায় সহ্য করা হবে না।
তবে ইতিমধ্যেই তৃণমূল সমর্থকদের বিরুদ্ধে দুপুরের খাবার পেয়ে যাওয়ার পরেই বাড়ির দিকে রওনা হওয়ার অভিযোগ উঠেছে। যার পরে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সাধারণ মানুষ প্রশ্ন তুলছেন শুধুমাত্র ডিম ভাত খাওয়ার জন্যই শহীদ দিবস পালন করছেন কিনা তৃণমূল সমর্থকেরা, সে বিষয়ে। সব মিলিয়ে আজ সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ডিম ভাত।