‘আমি মৃত্যুর শয্যায়’? ভুলভাল অসুস্থতার খবর রটতেই বিস্ফোরক নচিকেতা, ভুয়া খবর ছড়ানো বন্ধ করতে নিজেই এগিয়ে এলেন গায়ক

বছরের শুরুতে শোনা গিয়েছিল গুরুতর অসুস্থ নচিকেতা(Nachiketa Chakraborty)। এরপর থেকেই তার অসুস্থতার খবর দিকে দিকে ছড়িয়ে পড়েছিল। না না খবর রটে গিয়েছিল তাকে নিয়ে। এটাও শোনা গিয়েছিল তিনি নাকি মৃত্যুশয্যায়।
বিশেষ করে রামপুরহাটে তার অনুষ্ঠান বাতিল হওয়ার পর থেকে এই অসুস্থ হওয়ার খবরটা যেন আগুনে ঘি পড়েছিল। কিন্তু এই খবরটা যখন তার পরিবারের কানে গিয়েছিল তখন তারা মুখ খুলেছিলেন। নিজের অসুস্থতার খবর নিয়ে নচিকেতা নিজেই এলেন সবার সামনে।
নিজের বিখ্যাত গান রাজশ্রী তোমার জন্য গাইতে গাইতে হঠাৎ করে দর্শকদের উদ্দেশ্যে বলেন, ‘নায়িকারা রোগা হয়ে গেলে কেউ কিছু বলে না অথচ আমি রোগা হয়ে গেছি বলে সবাই বলে শালা মৃত্যুশয্যায়’।
৮ ফেব্রুয়ারি হলদিয়ায় অনুষ্ঠান করেন নচিকেতা। রামপুরহাটের শো বাতিল হওয়ার পর এটাই তাঁর প্রথম স্টেজ শো। আর সেখানেই অসুস্থতার খবর রটানোয় একহাত নেন গায়ক। শোয়ের ভিডিও নিজেই শেয়ার করে লেখেন, আগুনের ছায়া পড়ে না। আর তার কমেন্ট বক্সে অনুরাগীরাও ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন তাদের প্রিয় গায়ককে।
View this post on Instagram