ভাইরাল

পরপর ৮ বার! মোহনবাগানের কাছে একেবারে গো হারা হারতে হলো ইস্টবেঙ্গলকে ; ওমলেট, চিংড়িতে মোহনবাগানের জয় উদযাপন করছেন জয়

চলছে ডার্বি, আর সেই উত্তেজনায় মেতে উঠেছে গোটা বাংলা। তবে পরপর আটটি ম্যাচে ইস্টবেঙ্গলের হার হল। সবুজ মেরুনের সমর্থকদের মধ্যে যেন একটা আলাদাই রক্তের স্রোত বয়ে চলেছে। গতকালেও দুই গোলে লাল হলুদ বাহিনীকে হারিয়ে ভুত করল মোহনবাগান। সাধারণ মানুষের মতোই ডার্বি আনন্দে মেতে উঠেছেন সুরকার জয়ও। আবার উদযাপন করছেন মোহনবাগানের জয়। কী করলেন তিনি? জানুন

পরপর আটটি ম্যাচে ইস্টবেঙ্গলকে হারিয়েছে মোহনবাগান। এই বিষয়ে সুরকার নিজেই উল্লেখ করেছেন তিনি নাকি সেরা আটটি মুরগির থেকে সেরা দুটি ডিম বেছে তার অমলেট করে খেয়েছেন আজ। শুধু তাই না টেনে এনেছেন ঘটিদের চিংড়ি মাছকেও। সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি লেখেন, ‘আটটা মুরগির মধ্যে যে ডিম পাড়ার প্রতিযোগিতা হয়েছিল, তার থেকে সেরা দুটো ডিম বেছে নিয়ে মামলেট খাওয়া সুসম্পন্ন হল। গলদা চিংড়ি কেনা হল। তার সাথে হাসিমুখে আটটা ছবিও তোলা হল। রবিবারের সকাল এর থেকে ভালো আর হতে পারেনা!’

এই ক্যাপশনের সাথে একাধিক ছবি পোস্ট করেছেন সুরকার। তার মধ্যে একটি ছবিতে তাঁকে দেখতে পাওয়া যাচ্ছে মোহনবাগান সমর্থকদের মতো জার্সি পড়ে হাতে একটা প্লেট নিয়ে দাঁড়িয়ে আছেন তিনি। আবার অন্য আরেকটি ছবিতে তাঁকে দেখা গেল মাছ বিক্রেতার সঙ্গে দুই হাতে গলদা চিংড়ি ধরে পোস্ট দিয়েছেন জয়। এছাড়াও মোহনবাগান গ্যাংয়ের সাথেও বেশ কিছু ছবি পোস্ট করেছেন তিনি। যদিও এটা প্রথমবার নয়, এর আগেও সুরকার জয়কে মোহনবাগানের জয়ের উদযাপন করতে দেখা গিয়েছে।

সেই সময় সাধারণ সমর্থকদের মতই সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে ইস্টবেঙ্গলকে কটাক্ষ করতেন জয়। এর আগে বহুবার তিনি পথে নেমেও মোহনবাগানের জয় উদযাপন করেছেন। প্রত্যেকবারের মতো এবারেও তার ব্যতিক্রম হলো না। অনেকেই জয়ের এই পোস্টে নানান রকম মন্তব্য করেছেন। জয়ের মতোই আরেক মোহনবাগান সমর্থক লেখেন, ‘চাবুক চাবুক, জয় মোহনবাগান’। আরেকজন আবার মশকরা করে লেখেন ‘আমি তো ভেবেছিলাম আজ আটটা ডিমের অমলেট হবে’। শুধু তাই নয় সুরকারের পোস্ট অনেকেই জয় মোহনবাগান রবও তুলেছেন।

Back to top button

Ad Blocker Detected!

Refresh