Story

বাস্তব জীবনে একাধিক বিয়ে! ভাইয়ের বৌয়ের সাথে প্রেম, বৌমার সাথে রোমান্স করে বিয়ে! দিব্যি সুখী দাম্পত্য কাটাচ্ছেন রাম কাপুর

যে কোন বলিউড অভিনেতা অভিনেত্রীদের নাম শুনলেই আমাদের প্রথমে তাদের বিভিন্ন সিনেমা, তাদের সম্পত্তি, বাড়িঘর ইত্যাদির কথা মাথায় আসে। কিন্তু এমন অনেক বলিউড তারকা রয়েছে যাদের একাধিক সম্পর্কের কারণে তারা বারবার খবরের শিরোনামে উঠে এসেছেন। বি-টাউনের অবশ্য এই ধরনের খবর নতুন নয়। তবে এরই মধ্যে অন্যতম একজন হলেন রাম কাপুর। বলিউড ইন্ডাস্ট্রিতে এই অভিনেতার বেশ জনপ্রিয়। আর এই অভিনেতাকে নিয়ে সমালোচনা শেষ নেই। বিভিন্ন সময়ে রাম কাপুর খবরের শিরোনামে উঠে এসেছেন।

রাম কাপুর আমাদের বলিউড ইন্ডাস্ট্রিতে একজন অনেক বড় অভিনেতা। এমনকি হিন্দি টেলিভিশনের পর্দায় তার অভিনয় দর্শকের নজর কেড়েছে বারবার। তবে রাম কাপুর নিজের জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন তার শালিকাকে। বাস্তবে রাম কাপুর তারপর শালিকা গৌতমী কে বিয়ে করেছেন। হিন্দি টেলিভিশন পর্দায় অত্যন্ত জনপ্রিয় দুটি মুখ হলো রাম কাপুর এবং গৌতমী কাপুর। ‘ঘর এক মন্দির’ ধারাবাহিকে ভাসুর এবং বৌমার ভূমিকায় অভিনয় করেছেন দুজনে। ‘কিউঙ্কি সাস ভি কাভি বহু থি’ থেকে ‘কবুল হ্যায়’ সিরিয়ালেও দুজনের অভিনয় বেশ প্রশংসিত হয়েছিল। ধারাবাহিকের হাত ধরেই দুজনের মধ্যে পরিচয় এবং তারপরই সম্পর্ক ধীরে ধীরে এগোতে থাকে। প্রেমের সম্পর্কের পর অবশেষে বাস্তব জীবনে স্বামী-স্ত্রীর সম্পর্কের পরিণতি পায় তাদের সম্পর্ক।

বলিউডের একাধিক কাজ করেছেন রাম কাপুর। দীর্ঘদিন একসঙ্গে কাজ করার পর অবশেষে এক পার্টিতেই প্রেমের প্রস্তাব দিয়ে ফেলেন অভিনেতা, পরে বিয়ের প্রস্তাব দেন গৌতমী কে। এরপর ২০০৩ সালের ১৪ ই ফেব্রুয়ারি প্রেম দিবসে তিনি চার হাত এক করেন রাম এবং গৌতমি। দীর্ঘ কয়েক বছর হয়ে গেল তারা সুখে সংসার করছে। তাদের সুখের সংসারে একটি পুত্রসন্তান এবং একটি কন্যাসন্তান রয়েছে। কন্যার নাম শিয়া কাপুর এবং ছেলের নাম আকস কাপুর।

তবে গৌতমি রাম কাপড়ের প্রথম স্ত্রী নন। অভিনেতা এর আগে একবার একজন কমার্শিয়াল ফটোগ্রাফার মধুর শ্রফের সাথে বিয়ে করেছিলেন। তবে সেই সম্পর্ক বেশি দিন টেকেনি। তাই কয়েক বছর যেতে না যেতেই দুজনের মধ্যে বিচ্ছেদ ঘটে। এরপর গৌতমি কে বিয়ে করেন অভিনেতা এবং বর্তমানের সুখী সংসার তাদের।

Back to top button

Ad Blocker Detected!

Refresh