বেঙ্গল এচিভার্স এওয়ার্ড-২০২৩ এর বিজেতা হলেন জনপ্রিয় অভিনেত্রী মনামী ঘোষ, সোশ্যাল মিডিয়ায় স্বল্প পোশাকে ছবি পোস্ট করে জানালেন সুখবর
টলিউডের এক একজন অভিনেত্রী একেক জনকে টেক্কা দিতে সবসময় এগিয়ে রয়েছেন। সেরকমই একজন সুন্দরী অভিনেত্রী হলেন মনামী ঘোষ। বয়সে শুধুমাত্র একটা সংখ্যা সেটা তিনি বারবার প্রমাণ করেছেন। শেষ বার তাকে দেখা গিয়েছিল স্টার জলসার ইরাবতীর চুপ কথা ধারাবাহিকে। পরবর্তী সময়ে তাকে স্টার জলসার জনপ্রিয় নাচের রিয়ালিটি শো ডান্স ডান্স জুনিয়র এর মধ্যে বিচারকের আসনে দেখা যায়। মনামীর ফ্যাশন নিয়ে নতুন করে আর কিছুই বলার নেই। অভিনেত্রীকে টলিউডের ফ্যাশন কুইনো বলা হয়ে থাকে।
সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম একাউন্ট থেকে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। আর এই ছবিতে তার সাথে দেখা গেছে একটি পুরস্কারের ট্রফিকে। সোনালী ও কালো রংয়ের এই ট্রফির একটি আলাদা ছবিও পোস্ট করেছেন তিনি। সেখানে দেখা গেছে এই ট্রফি আদতে ‘বেঙ্গল এচিভার্স এওয়ার্ড-২০২৩’-এর বিজেতার। আর এই সংস্থার পক্ষ থেকে টলিউডের ইউথ আইকন হিসেবে বেছে নেওয়া হয়েছে মনামীকে।
ছবিতে তাকে দেখা গেছে নীল রংয়ের স্পোর্টস ব্রা ও কালো ট্রাউজার পরে দেখা গিয়েছে। সঙ্গে খোলামেলা চুল, মুখে একটা পাতলা হাসি। মুখ দেখেই বোঝা যাচ্ছে আনন্দ ধরে রাখতেই পারছেন না তিনি। পোস্টের ক্যাপশনে মনামী লিখেছেন, ‘টলিউডের ইউথ আইকন। বেঙ্গল এচিভার্স এওয়ার্ড সংস্থাকে ধন্যবাদ আমাকে এই পুরস্কার দেওয়ার জন্য’। অভিনেত্রীর পোস্টে অনেকেই অভিনন্দন ও শুভেচ্ছাবার্তা জানিয়েছেন।
View this post on Instagram