টলিউড

‘ইন্দুবালা চুমুর হোটেল’! ‘এ নাকি বিধায়ক’, রাজের জন্মদিনে বেটার হাফের অন্য সারপ্রাইজ! ঘনঘন চু;মু খাচ্ছেন রাজের ঠোঁটে! এত চু;মু খাওয়া নিয়ে ট্রোল নেটিজেনদের

দেখতে দেখতে পরিচালক রাজ চক্রবর্তী (Raj Chakraborty)৪৮ বছরে পা দিয়ে ফেললেন। এবারের জন্মদিনটা একটু অন্যরকম ছিল। কারণ এবারে তার বেটার হাফ একটু বেশি ভালোবাসায় ভরিয়ে দিলেন তাকে। সোশ্যাল মিডিয়াতে(Social Media) ঘনঘন তাকে চুমু খেতে দেখা গিয়েছে। আর সেসব ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতেও ভুলছেন না শুভশ্রী(Subhashree Ganguly)।

মঙ্গলবার রাতে বন্ধুদের সঙ্গে বাইরে খেতে গিয়েছিলেন রাজ-শুভশ্রী। তবে ডাইন আউটে গিয়ে কেটে রাজের জন্মদিন পালন করলেন। সেখানেই সোশ্যাল মিডিয়াতে। সেখানে লাল শর্ট ড্রেস এবং রাজকে কালো শার্ট এবং প্যান্ট পড়ে দেখা গেছে। ইনস্টাগ্রামে একাধিক ছবি শেয়ার করেছেন রাজ শুভশ্রী। যার প্রথম ছবিটা দেখা গেছে গভীরভাবে চুম্বনরত দুজনে।

এছাড়া বাকিদের সঙ্গে অন্যভাবে জড়িয়ে পোস্ট দিতে দেখা গেছে তাদের। বিয়ের পর সাড়ে চার বছর কেটে গেলেও তাদের মধ্যে এখনো ভালোবাসা কমেনি সেটা তাদের ছবি দেখেই বোঝা যাচ্ছে। এতগুলো ছবি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন,’ শুভ জন্মদিন আমার ভালোবাসা, রাজ’।

অনেকেই সেখানে শুভেচ্ছা জানান পরিচালককে। ছোট পর্দার নায়িকা শ্রীমা ভট্টাচার্য কমেন্ট করেন, ‘পারফেক্ট’। আবার উশসী সেনগুপ্ত লিখেছেন ,’গোলস’। সোমবার মাঝ রাতেও জন্মদিন কেক কেটে উদযাপন করেছিলেন রাজ শুভশ্রী। তাকে জড়িয়ে ধরে ছবি তোলেন শুভশ্রী। তবে শুধু জড়িয়ে ধরা না। সেখানেও বার্থডে কিস দিয়েছেন তিনি। বরকে শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়াতে একটা বড়সড়ো পোস্ট করেছিলেন তার সুস্থতা এবং ভবিষ্যতের সফলতা কামনা করে।

অভিনেত্রীর এত ঘনঘন চুমু খাওয়া দেখে নেটিজেনরা বেশ মজা পেয়েছেন। কেউ লিখেছেন,’ ইন্দুবারা চুমুর হোটেল’। প্রসঙ্গত কয়েক দিনের মধ্যেই ওয়েট দুনিয়াতে পা রাখতে চলেছেন শুভশ্রী। দেবালয় ভট্টাচার্যের নতুন ওয়েব সিরিজ ‘ইন্দুবালা ভাতের হোটেল’-এ ইন্দুবালার চরিত্রে দেখা যাবে তাকে।

Back to top button

Ad Blocker Detected!

Refresh