‘কিউট পম পম’ – সম্পূর্ণ লাল রংয়ের পোশাকে সেজে একেবারে লাল পরী অভিনেত্রী মধুমিতা! এদিকে সোশ্যাল মিডিয়াতে নোংরা মন্তব্য করছেন নেটিজেনরা
মধুমিতা সরকার, বর্তমানে টলিউডের একজন অন্যতম উঠতি অভিনেত্রী তিনি। যদিও বড় পর্দাতে আগমনের বহু আগেই ছোট পর্দাতে পা রেখেছিলেন অভিনেত্রী। পাখির চরিত্রে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছিলেন অভিনেত্রী। তবে বর্তমানে তিনি সোশ্যাল মিডিয়ার সেনসেশন হয়ে উঠেছেন। অভিনয়ের প্রশংসা তো আছেই তাছাড়াও রয়েছে অভিনেত্রী সৌন্দর্য, ফ্যাশন, স্টেটমেন্ট আর আবেদনময়ী চাহনি। এই বিষয়টা দর্শকমহল এত বেশি পছন্দ করেন যে অভিনেত্রী মাঝেমধ্যেই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে নিজেকে বিভিন্ন রূপে তুলে ধরেন।
দর্শকের ‘দিলখুশ’ করতে কখনো তিনি শাড়ি পড়ে বঙ্গ ললনা রূপে আবার কখনো পাশ্চাত্য পোশাকে মডার্ন লেডি হয়ে ধরা দেন। নিজের কাজের চাপ থেকে দূরে সরে অভিনেত্রী বেশ ভালো মতোই একটিভ থাকেন সোশ্যাল মিডিয়াতে। প্রত্যেকবারের মতো এবারে অভিনেত্রীকে দেখতে পাওয়া গেলে একটি নতুন লুকে। সম্প্রতি অভিনেত্রীকে দেখতে পাওয়া গেল ট্রাডিশনাল লুকে। লাল শাড়িতে একেবারে লাস্যময়ী অবতারে দেখতে পাওয়া গেল তাঁকে।
নিজের ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। এই ছবিতে অভিনেত্রী পরনে রয়েছে গাঢ় লাল রঙের সিঙ্গেল স্লিভ ডিপ নেক সালোয়ার। একদম গলার সাথে ঠাসিয়ে নেওয়া হয়েছে লাল রঙের ওড়না। চুরিদারের ওপর থেকে স্পষ্ট অভিনেত্রীর সুগভীর বক্ষবিভাজিকা। মুখে নিউড মেকআপ, ঠোঁটে নিউড লিপস্টিক তাঁর।
ছবিতে অভিনেত্রীর আবেদনময় দৃষ্টি দেখে মুগ্ধ হয়েছেন দর্শক। তবে বিশেষ নজর কেড়েছিল অভিনেত্রীর লেখা ক্যাপশন। বাংলা বা ইংরেজিতে নয় সেই ক্যাপশন লেখা আছে তেলেগুতে। তাতে লেখা, ‘আমি লজ্জিত’। তবে অভিনেত্রী ছবিতে যেমন প্রশংসা কুড়িয়েছেন অভিনেত্রী তেমনি পেয়েছেন প্রচুর কটাক্ষও।
একজন কমেন্ট করেছেন, ‘কি বড় মন তোমার, দেখলেই কেমন হয়’, অন্য আরেকজন লিখলেন, ‘কিউট পমপম’। প্রসঙ্গত কিছুদিন আগেই মুক্তি পেয়েছে মধুমিতা অভিনীত সিনেমা দিলখুশ। সিনেমা একেবারে কেন্দ্রীয় চরিত্র দেখতে পাওয়া গিয়েছিল অভিনেত্রীকে। জানা যায় অভিনেত্রীর সাথে রয়েছে আরও বেশ কয়েকটি কাজ।
View this post on Instagram