সুপারস্টার হয়েও সাধারণ মানুষের মতো দেব – প্রসেনজিৎ ঘুরে বেড়াচ্ছেন বাজারে! হলোটা কি তাদের? রইলো ভিডিও

আর মাত্র দুটো দিন। আগামী ৩০ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে “কাছের মানুষ।” এই ছবিতে একসাথে দেখা যাবে টলিউড সুপারস্টার দেব ও প্রসেনজিৎকে। এই ছবিটি প্রযোজনা করেছেন দেব নিজে। ইতিমধ্যেই এই ছবির গান বেশ জনপ্রিয় হয়েছে দর্শক মহলে।”কাছের মানুষের” প্রচারের জন্য কোন খামতি রাখছেন না প্রযোজক। বিভিন্ন রকম ভাবে এই ছবির প্রচার চালাচ্ছেন তিনি। এবার তার ইনস্টাগ্রাম প্রোফাইলে দেখা দিল এমন একটি ভিডিও যা অবাক করে দেওয়ার মতো। সেই ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি সবজি বাজারে গেছেন দেব ও প্রসেনজিৎ। কিন্তু আপনাদের মনে এখন প্রশ্ন আসতেই পারে এই দুই সুপারস্টার হঠাৎ সবজি বাজারে কি করছেন? আপনাদের জানিয়ে রাখি এটি ” কাছের মানুষ” ছবির শুটিংয়ের একটি ভিডিও।
ভিডিওটিতে দেখা যাচ্ছে দেব প্রসেনজিৎকে প্রশ্ন করছেন, কোন সবজি তার প্রিয়? দেখা যায়, দেবের প্রশ্নের উত্তর “টলিউড ইন্ডাস্ট্রি” জবাব দেন ,টমেটো। বুম্বাদার এই উত্তর শুনে দেব তাকে বলেন যে, বুম্বাদা নিশ্চয়ই খুব স্যালাড পছন্দ করেন ? সেই উত্তরের সম্মতি জানিয়ে প্রসেনজিৎ বলেন স্যালাডের সাথে তিনি গাজর, শসা, লেটুস আর ব্রকোলি খান।
তবে দেব কিন্তু এখানেই ছেড়ে দেওয়ার পাত্র নয়। প্রসেনজিৎকে তার প্রশ্ন, পুজোতেও কি তিনি স্যালাড খান? প্রসেনজিৎ বলেন,পুজোর কটা দিন তিনি কোন ডায়েট করেন না। তখন সব চলে। অষ্টমীতে ভোগ আর নবমীতে জমিয়ে মাংস খান।
তখনই দেব দুষ্টুমি করে থামস আপ দেখিয়ে অঙ্গ ভঙ্গির মাধ্যমে প্রসেনজিতের কাছে জানতে চান,”সব” মনে মদও কি চলে? হালকা হেসে বুম্বাদার জবাব, একদমই না।
View this post on Instagram