বলিউডে কেও কাজ দিচ্ছেনা! এবার টলিউডে সবাই কে হারাতে ইন্ডাস্ট্রিতে পা রাখতে চলেছেন বাংলার মেয়ে সুশান্ত-প্রেমিকা রিয়া চক্রবর্তী, ভাঙতে চলেছে সব রেকর্ড

এবারে টলিউডে পা রাখতে চলেছেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী। সকাল সকাল এই খবর সকলকে নিজেই জানালেন টলিউডের জনপ্রিয় প্রযোজক রানা সরকার। ২রা জুলাই ছিল অভিনেত্রী রিয়া চক্রবর্তীর শুভ জন্মদিন। সেদিনই রিয়া কে টুইটার এ শুভেচ্ছা বার্তা জানান রানা শুভেচ্ছা জানিয়ে লেখেন ‘শুভ জন্মদিন রিয়া। জীবনের চাকা ঘুরতে থাকুক। কলকাতায় এসে আমাদের সঙ্গে যোগ দাও।’
তবে কি এবারে টলিউড ইন্ডাস্ট্রিতে যোগ দিতে চলেছেন অভিনেত্রী? প্রযোজকের এই টুইট গিয়ে শুরু হয়েছে নানানরকম প্রশ্ন। একটি সংবাদ সংস্থার সাক্ষাৎকারে তিনি বলেন, “হ্যাঁ, আমি পরবর্তী ছবির জন্য রিয়ার সঙ্গে যোগাযোগ করেছি। এই দু’দিন হল। এখনও চূড়ান্ত কিছুই হয়নি। আমি মনে করি ওঁর কোনও দোষ ছিল না। মুম্বইয়ে তো তেমন কেউ কোনও কাজও দিচ্ছে না রিয়াকে। কলকাতায় ছবি করতেই পারে।”
ইতিমধ্যেই আগামী ছবির কাজ শুরু করে দিয়েছেন রিয়া। প্রথমত রিয়া একজন বাঙালি মেয়ে তাইজন্য রানা সরকার আরো বেশি করে ভাবছেন রিয়া কে নিয়ে। আজ থেকে দুবছর আগে বলিউডের সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর জন্য দায়ী করা হয়েছিল রিয়া কে। এরপর থেকেই অভিনেত্রীর উপর দিয়ে বয়ে গিয়েছে নানান ঝড়, ঝামেলা। তবে আসতে আসতে নিজেকে সামলে নিয়ে আবারও স্বাভাবিক জীবনে ফিরছেন অভিনেত্রী। ফেব্রুয়ারি মাসেই নিজের আগামী দিনের কাজ শুরু করে দিয়েছেন অভিনেত্রী। এবারে দেখার অপেক্ষা বাংলা সিনেমার জগতে কবে দেখা যায় রিয়া চক্রবর্তী কে।
Sister Rhea, if you have had enough of Hindi Imperialism and its hate towards you because you are a Bengali, come back to the bosom of Mother Bengal. https://t.co/7b1zoxnNEx
— Garga Chatterjee (@GargaC) July 2, 2022