নিজেকে নিয়েও খুশি থাকা যায়! সমুদ্রের ধারে নিজেই নিজেতে মেতেছেন অপরাজিতা আঢ্য! মন খুশি করার রিল ভিডিও শেয়ার করলেন নায়িকা
‘ভালোবাসা’ শব্দটা যতটা ছোট ঠিক ততটাই কঠিন একটা শব্দ। উচ্চারণ করতে ভীষণ কম সময় লাগলেও। এই কথাটার মাহাত্ম্যটাই অনেকে বোঝেন না। আর ভালোবাসা তখনই ছড়ানো যায় যখন সবার প্রথম নিজেকে ভালোবাসা যায় নিজেকে সম্মান করা যায়। কিন্তু এই ‘সেলফ লাভ’ বা নিজেকে ভালোবাসতেই বেশিরভাগ ক্ষেত্রে ভুলে যান মানুষ।
আবার কিছু ক্ষেত্রে ভুলে না গেলেও পরিস্থিতির চাপে পড়ে, অনেকে চুপচাপ এড়িয়ে যান নিজেকেই। নিজের ভালোলাগা মন্দল লাগা গুলোকে কম গুরুত্ব দিয়ে অন্যের কথাই বেশি ভেবে থাকেন। সেটা কিছু ক্ষেত্রে ঠিক হলেও সব সময় একেবারেই নয়। আর সেটাই যেন বারেবারে বুঝিয়ে দিলেন অপরাজিতা আঢ্য।
বাংলা টেলিভিশন পর্দার অত্যন্ত জনপ্রিয় মুখ অপরাজিতা আঢ্য(Aparajita Adhya)। একাধিক ছবিতে যেমন তাকে দেখা গিয়েছে তেমনি ছোট পর্দাতেও কাজ করেছেন। তৈরি করেছেন বিরাট এক ফ্যানবেস। পাশাপাশি নিজেও সামাজিক মাধ্যমে বেশ একটিভ। ছবি ভিডিও শেয়ার করে থাকেন ভক্তদের জন্য। সম্প্রতি এক নিজের জন্য ভিডিও শেয়ার করলেন তিনি।
যেখানে তাকে দেখা গিয়েছে একেবারে নিজেকে নিয়েই মেতে রয়েছেন ভীষণভাবে। কখনো সমুদ্রের ধারে লাফিয়ে বেড়াচ্ছেন ,ছুটে বেড়াচ্ছেন ,বালি ছুড়ছেন। আবার কখনো সিঁড়ি দিয়ে হনহন করে উঠে যাচ্ছেন। গোটা ভিডিওতে বোঝাই যাচ্ছে তিনি কোথাও ঘুরতে গিয়েছেন। যেখানে পেছনে রয়েছে বিরাট সমুদ্র। তার মাঝেই নিজেকে নিয়ে মত্ত অপরাজিতা। সাদা শার্ট এবং লাল শর্ট প্যান্টে ধরা দিয়েছেন তিনি।
ভিডিও সামাজিক মাধ্যমে আসতেই প্রত্যেকে প্রশংসায় পঞ্চমুখ। যেভাবে অভিনেত্রী নিজেকে ভালোবাসার বার্তা ছড়িয়ে দিয়েছেন ভিডিওর মধ্য দিয়ে তাতে অনেকেই প্রশংসা না করে পারেননি। সত্যিই তো ক’জন পারেন নিজেকে এমন ভাবে ভালবাসতে! এক ভক্ত তো লিখেই দিলেন,’ সবার নিজের মতো বাঁচার অধিকার রয়েছে। সেলফ লাভ ভীষণ দরকার’। গোটা মন্তব্যবাক্স ভরে গিয়েছে তার প্রশংসায়। এই মুহূর্তে ঘরে ঘরে জি বাংলায় সঞ্চালনের ভূমিকায় দেখা যাচ্ছে তাকে।
View this post on Instagram