টলিউড

‘শ্রীলেখার প্রতি রাগ নেই, হয়ত অভিমান থেকেই ও অভিযোগ করেছিল’! নেপোটিজেম নিয়ে শ্রীলেখার করা সব অভিযোগই মিথ্যে, দাবি টলিউডের সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এর

বলিউডের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর নেপোটিজম নিয়ে জোরদার সমালোচনা হয়েছিল। শুধুমাত্র বলিউড নয়, টলিউডের অভিনেতা অভিনেত্রী এই নিয়ে মুখ খুলেছেন। তার মধ্যে অন্যতম একজন হলেন শ্রীলেখা মিত্র। যাকে আমরা বরাবর ঠোঁটকাটা অভিনেত্রী হিসেবে জেনে এসেছি। টলিউড ইন্ডাস্ট্রির মাথা বলে যাকে বর্তমানে আমরা চিনি সেই বুম্বাদাকে নিয়ে নানান রকম মন্তব্য করেছিলেন অভিনেত্রী। বুম্বাদা সম্পর্কে একাধিক অভিযোগ এনেছিলেন শ্রীলেখা। নিজের ইউটিউব চ্যানেলে জানিয়েছিলেন কিভাবে শ্রীলেখার যোগ্যতা থাকা সত্ত্বেও তাকে নায়িকার চরিত্রে অভিনয় করতে দেওয়া হয়নি। এছাড়া প্রসেনজিৎ ঋতুপর্ণার প্রেম সম্পর্কে নানান কথা বলেছেন তিনি।

সেইসময় শ্রীলেখা সম্পর্কে সরাসরি কিছু না বলেও কিছুদিন আগেই এক সাক্ষাৎকারে মুখ খুললেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বুম্বাদার কথায়, ‘শ্রীলেখার আমার বিরুদ্ধে অভিযোগটা বোধহয় অভিমান!’ বলেন, ‘ও অসম্ভব ভালো অভিনেত্রী, ওকে রেসপেক্ট করি, ও সেটা জানে। ও আমায় রেসপেক্ট করে, এটা হয়তও কোনও অভিমান থেকে বলেছে। আমার ওর প্রতি কোনও রাগ, দুঃখ নেই, ও শক্তিশালী অভিনেত্রী।’

এছাড়াও অভিনেতা জানান ‘১৪ বছর যখন ঋতু আর আমি একসঙ্গে কাজ করিনি, তখন রচনা আমার সঙ্গে ৩৫টা ছবি করেছে। অর্পিতাও সুপারহিট ছবি দিয়েছে, পরে ও অবশ্য নিজের সিদ্ধান্তেই সরে যায়। এছাড়া ইন্দ্রাণী হালদার আমার সঙ্গে ২৫টা ছবি করেছে। তারও আগে শতাব্দী-আমিও হিট জুটি ছিল। তবে হ্যাঁ, প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটিকে মানুষ ভালোবাসা দিয়েছেন, মনে রেখেছেন। সেটা একটা ম্যাজিক। এরপর ১৪ বছর পর যখন আমরা ফিরলাম, তখনও প্রমাণ হয়েছে এই জুটিতে ম্যাজিক আছে। এটা বাদ দিলে বাকিদের সঙ্গেও কাজ করেছি। পরের দিকে আমার থেকে অনেক ছোট কোয়েল, স্বস্তিকা, পাওলি, সকলের সঙ্গেই কাজ করেছি। আমার জীবনে কলকাতা বোম্বে মিলিয়ে প্রায় ১০০ জন নায়িকা রয়েছেন।’

তবে শুধুমাত্র শ্রীলেখা নয়, টলিউডের এমন আরও অনেক অভিনেতা অভিনেত্রী রয়েছেন যারা বুম্বাদার সম্পর্কে এই অভিযোগ করেছেন। সেই সম্পর্কে অভিনেতা জানিয়েছেন ‘এমন অভিযোগ আমিও শুনেছি। তবে কারোর কি সত্যিই ক্ষমতা থাকে প্রতিভা থাকলে তাঁকে উঠতে না দেওয়ার। মাঝখানে আমি যখন দেড়-দুবছর কাজ করিনি, তখন তো অনেকের ছবিই হিট করেছিল।’ প্রসেনজিতের কথায়, ‘কেউ যদি সাকসেস দেয়, দর্শকের যদি ভালো লাগে, হলে যদি লোক আসে, তাহলে এটা আটকানোর ক্ষমতা কি পৃথিবীতে কোনও মানুষের আছে? এটা একমাত্র ঈশ্বরের আছে। আমি কি হলের বাইরে দাঁড়িয়ে বলব, ওঁর ছবি দেখবেন না। আমি যতই চালনা করার চেষ্টা করি না কেন, আমার ৪টে ছবি যদি না চলে, তখন আরেক প্রতিভা সামনে আসতে বাধ্য।’

Back to top button

Ad Blocker Detected!

Refresh