রাতের অন্ধকারে সমুদ্র সৈকতে ব্যাকলেস পোশাকে উদ্দাম নাচ অভিনেত্রী সন্দীপ্তার! ভাইরাল হল ভিডিও
অভিনেত্রী সন্দীপ্তা সেনগুপ্ত। বর্তমানে তিনি বেশ জনপ্রিয় দর্শকদের মাঝে। কিছুদিন ধরেই টলিউডের খবরের শিরোনামে উঠে আসছেন। এবারে আবারো সমুদ্র সৈকতের বেড়াতে গিয়ে খবরের শিরোনামে উঠে আসলেন অভিনেত্রী। টেলিভিশনে ছোট পর্দার ধারাবাহিক দুর্গার হাত ধরেই ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন সন্দীপ্তা। তারপরে তার অসাধারণ কাজের মাধ্যমে একের পর এক সুপারহিট ধারাবাহিকের অভিনয় করেছেন। এরপরে ওয়েব সিরিজেও কাজ শুরু করেছেন অভিনেত্রী। শেষবার তাকে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক রানী রাসমণি তে মা সারদার চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে। বর্তমানে ছুটির মেজাজে দিব্যি সমুদ্র সৈকতে কাটাচ্ছেন তিনি।
সম্প্রতি সমুদ্র সৈকতে দাঁড়িয়ে তার একটি নাচের ভিডিও ভাইরাল হয়েছে ঝড়ের গতিতে। এশিয়ার ফিলিপাইন দীপপুঞ্জের মাঝে দাঁড়িয়ে একের পর এক ইনস্টাগ্রাম রিল ভিডিওতে মেতে ওঠে যেন অভিনেত্রী। ভিডিওগুলিতে অভিনেত্রীকে সাদা রঙের ওয়ান পিস ব্যাকলেস ড্রেসে দেখা গিয়েছে। ক্যাপশনে লিখেছেন যে ‛বলিউড ইন ফিলিপাইনস। ওয়েট টিল দ্য এন্ড পার্ট’। ইতিমধ্যে সন্দীপ্তার এই ভিডিওটি দশ হাজারেরও বেশি মানুষ দেখে নিয়েছেন। পাশাপাশি অসংখ্য মানুষ কমেন্ট বক্সে অভিনেত্রীর নাচের প্রশংসা করেছে।
কিছুদিন আগে নিজের প্রেমিকের কথা অবশেষে মিডিয়াতেই জানিয়েছিলেন সন্দীপ্তা। তারপর থেকেই তাকে নিয়ে নানান ধরনের চর্চা হচ্ছে। এবার সমুদ্র সৈকতে কি নিজের প্রেমিকের হাত ধরেই গিয়েছেন সন্দীপ্তা? তা নিয়েও উঠেছে প্রশ্ন।
View this post on Instagram