আগামী বছরেই বিয়ের সানাই বাজবে কি রাকুলপ্রীতের? কি বলছেন অভিনেত্রী?
অভিনেত্রী রাকুল প্রীত সিং এবং প্রযোজক – অভিনেতা জ্যাকি ভাগনানি তাদের সম্পর্ককে পরবর্তী স্তরে নিয়ে যাচ্ছেন। গুঞ্জন উঠেছে এই উন্মাদ-প্রেমী দম্পতি গাঁটছড়া বাঁধার সিদ্ধান্ত নিয়েছেন আগামী বছরেই। মাস বা তারিখ, কোনটিই এখনও ঠিক হয়নি- তবে প্রশ্নবিদ্ধ দুটি পরিবার।
তাদের মধ্যে প্রাথমিক আলোচনা চলছে যে , “শাদি কি তাইয়ারিয়ান শুরু কি যায়ে?”
বাশু ভগনানি অর্থাৎ জ্যাকির বাবা, সিনেমাজগতের একজন পরিচিত নাম এবং তিনি তার ছেলের বৈবাহিক উদযাপনে কোন খামতি রাখতে চান না।
রাকুল প্রীতের ভাই আমানের সাথে যোগাযোগ করা হলে, তিনি তো প্রায় হাটে হাঁড়ি ভাঙ্গতেই বসেছিলেন। তবু নিজেকে সামলে নিয়ে তিনি বলেন, “রাকুল , জ্যাকি ভগনানির কয়েকটি প্রজেক্টে অভিনয় করেছেন। বিয়ে স্পষ্টতই হবে , কিন্তু এখনও কিছু ঠিক হয়নি। যখন ওরা দুজনে বিয়ে করার সিদ্ধান্ত নেবেন তখন তারা নিজেরাই এটি ঘোষণা করবেন।
বিয়ে হল যেকোনো সম্পর্কের ক্লাইম্যাক্স। জ্যাকি ভারতীয় সিনেমার অন্যতম শীর্ষ প্রযোজক এবং তিনি অত্যন্ত উচ্চাভিলাষী। তার হাতে এখনো অনেকগুলি প্রজেক্ট রয়েছে। আসলে, তারা দুজনই খুব ব্যস্ত মানুষ। তাদের নিজস্ব লক্ষ্য রয়েছে।”
২০২১ সালেই অর্থাৎ গতবছর রাকুল ও জ্যাকির সম্পর্কের কথা সামনে আসে রাকুলেরই একটি ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে। আগামী বছর কি তাহলে সুখবর পাচ্ছেন রাকুলপ্রীতের ভক্তরা? উত্তর অবশ্য সময় দেবে