বলিউড

চোখে ধুলো নিয়ে অস্থির ছোট্ট তৈমুর! এদিকে ফটো তুলতে ব্যস্ত বাবা-মা সইফ করিনা! ভিডিও সামনে আসতেই নিন্দার ঝড় নেটদুনিয়ায়

বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হলেন করিনা কাপুর। পাশাপাশি জন্মের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের মধ্যে চূড়ান্ত জনপ্রিয় তার বড় সন্তান তৈমুর। মাঝেমধ্যেই একসঙ্গে পুরো পরিবারকে ক্যামেরার সামনে দাঁড়াতে দেখতে পান নেটিজেনরা। তবে এবার সামনে এলো একটি এমন ভিডিও যা দেখার পর তীব্র নিন্দার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়।

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

কারণে নেটিজেনদের একটি বড় অংশ মনে করছেন বাবা মা হিসেবে ছেলেদের প্রতি চূড়ান্ত অবহেলা করছেন বলিউড অভিনেতা সইফ আলি খান এবং তার স্ত্রী অভিনেত্রী করিনা কাপুর। প্রসঙ্গত সম্প্রতি সামনে এসেছে একটি ভিডিও যেখানে শপিং মল থেকে বই কিনে একসঙ্গে হেঁটে আসতে দেখা গিয়েছে খান পরিবারকে। তাদের সঙ্গে ছিলেন সইফ আলী খানের বোন সোহা আলী খানের স্বামী অভিনেতা কুনাল খেমুও।

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

এরপরই একসঙ্গে ক্যামেরার সামনে পোজ দিতে দেখা গিয়েছে তাদের। কিন্তু এই সময় তৈমুরের চোখে কিছু একটা পড়ায় অস্বস্তিতে চোখ ডলতে শুরু করে সে। যদিও তার মধ্যেই তাকে ধরে ক্যামেরার সামনে আনতে শুরু করে দিতে দেখা গেছে অভিনেত্রী করিনা কাপুরকে। পাশাপাশি পুরো সময়টাই চোখ নিয়ে ছোট্ট তৈমুর অস্থির হয়ে থাকলেও তার দিকে নজর পড়েনি কারো। বলাই বাহুল্য এই ভিডিও সামনে আসতেই নিন্দার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়।

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

Back to top button

Ad Blocker Detected!

Refresh