সাম্রাজ্য ফিরে পেয়ে ফের বিস্ফোরক কঙ্গনা! পাঠানকে নিয়ে ক্ষোভ উগরে দিলেন অভিনেত্রী, ‘টাকা দিয়ে সিনেমা হিট করা আছে শাহরুখ’! আজব দাবি অভিনেত্রীর
দীর্ঘ ৪ বছরের খরা কাটিয়ে অবশেষে নিজের সাম্রাজ্যে ফিরলেন রাজা। মুক্তি পেল শাহরুখ(Shahrukh Khan) অভিনীত পাঠান(Pathan)। ২৫ জানুয়ারি আবার নিজের প্রিয় দর্শকদের মাঝে ফিরলেন ‘পাঠান’। হুঁশিয়ারী আগেই দিয়ে দিয়েছিলেন সিট বেল্ট বেঁধে বসার জন্য। একেবারে বোমা ফাটালেন নায়ক।
তবে ছবি মুক্তির আগে বিস্তর বিতর্ক ছিল। রিলিজের পর তা একেবারে হাওয়া। অগ্রিম বুকিং এর নিরিখে রেকর্ড গড়ার পর রিলিজের দিন বক্স অফিস কাঁপাল ‘পাঠান ঝড়’। আর এত বড় কাণ্ড ঘটে গেল সেখানে অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত(Kangana Ranaut) মুখ খুলবেন না সেটা কি হয়? একেবারেই নয়।
বলিউড(Bollywood) কুইন নিজের টুইটার ফিরে পেয়ে আবার জাঁকিয়ে বসেছেন। পাঠান ছবির নাম না করে খোঁচা মারলেন তিনি। বুধবার সকালে একটি টুইট করেন ফিল্ম ইন্ডাস্ট্রিতে দাগিয়ে। মনিকর্নিকা লিখেছেন,’ ফিল্ম ইন্ডাস্ট্রি খুব নোংরা এবং অপরিশোধিত। এখানে কোন প্রজেক্টকে সফল করার জন্য একমাত্র হাতিয়ার হল টাকা। এই ধরনের বিষয়গুলি ফিল্ম ইন্ডাস্ট্রির নিম্ন রুচি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়।’
এখানেই না থেমে তিনি আরো লিখেছেন,’ শিল্পীরা যদি দেশের শিল্প এবং সংস্কৃতিকে কলুষিত করেন তাহলে সেটিও বিচক্ষণতার সঙ্গে করতে হবে। নির্লজ্জ ভাবে করতে নেই। টাকার বিনিময় নয়। বরং একটি সংগঠন হিসেবে সিনেমাকে উদযাপন করা উচিত।’
তবে বিতর্কতে এই প্রথম পা গোলালেন অভিনেত্রী এমনটা একেবারেই নয়। এর আগেও বেফাঁস মন্তব্যের কারণে একাধিকবার কটাক্ষকারীদের নজরে পড়েছেন তিনি। যে কারণে তার ব্যবহার করা টুইটার একাউন্ট পর্যন্ত ব্যান করে দেওয়া হয়েছিল। না করে শাহরুখের পাঠানকে অপমান করলেন তিনি।
কঙ্গনা যাই বলুক না কেন, পাঠান এখন বক্স অফিস কাঁপাচ্ছে। বুধবার সকাল থেকে যে সুনামি হলের বাইরে আছড়ে পড়েছে তা দেখে বোঝা যাচ্ছে শাহরুখ অনুগামীরা এখনই থামছেন না। আগামীকাল প্রজাতন্ত্র দিবস। স্বাভাবিকভাবেই সারা দেশে ছুটি। আর এই ছুটির মেজাজে পাঠান উন্মাদনা যে আরও এক ধাপ উপরে উঠবে এ কথা বলা যেতে পারে।