বলিউড

সাধারন মানুষের মতো মুম্বাইয়ের দুর্গা পুজোতে ঢাক বাজাতে দেখা গেল অমিতাভ বচ্চন কন্যা শ্বেতা বচ্চনের মেয়ে নভ্যা নভেলি নন্দাকে, ভাগ্নির ঢাক বাজানো নিয়ে ট্রোল করলেন মামা অভিষেক বচ্চন

বলিউডের যেই পরিবার সব থেকে বেশি সোশ্যাল মিডিয়া খবরের চর্চায় থাকে তা হলো বচ্চন পরিবার। বচ্চন পরিবারের প্রত্যেক সদস্যকে নিয়ে হামেশাই খবরের শিরোনামে খবর বের হয়ে থাকে। যেমন শেষ কয়েক বছর ধরে রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়েছেন অমিতাভ বচ্চন পত্নী জয়া বচ্চন। এবারে দিদা জয়ার সঙ্গে বাঙালি রাজনীতিতে মেতে উঠলো নাতনি নভ্যা নভেলি নন্দা। সম্প্রীতি তাকে মুম্বাইয়ের একটি পুজোতে ঢাক বাজাতে দেখা গিয়েছে। সকলের সঙ্গে নাচ করতে দেখা গিয়েছে এমনকি চাট স্টলে বসে চাট ভাজতেও দেখা গিয়েছে।

সোশ্যাল মিডিয়ায় এই সমস্ত ভিডিও ছবি শেয়ার করে ক্যাপশনে নব্যা লিখেছে ‘শুভ বিজয়া দশমী। জয়স চটপটা কর্ণার।’ ঐদিন একেবারেই সাধারণ লুকে ধরা দিয়েছিলেন নভ্যা। সাদা রঙের একটি কুর্তি পড়ি মন্ডপে প্রতিমা দর্শন করতে এসেছিলেন তিনি। জয়া বচ্চন এবং অমিতাভ বচ্চনের একমাত্র কন্যা শ্বেতা বচ্চন নন্দার মেয়ে হলো নভ্যা। নভ্যার নাচের প্রশংসা করতে দেখা গেছে শ্বেতা কে। তবে মামা অভিষেক বচ্চন ভাগ্নি এই পোস্টে মজার ছলে কমেন্ট করেছেন। শ্বেতা লিখলেন, ‘শুভ বিজয়া নভ্যা। খুব সুন্দর নাচ করছ আর ভাজছ কিন্তু। আশা করি তোমার দিদুকে খুব খুব খুশি করতে পেরেছ তুমি।’

সম্প্রতি নিজের নতুন পডকাস্ট শুরু করেছে নভ্যা। তার নাম ‘হোয়াট দ্য হেল নভ্যা’। নিজের প্রথম এপিসোডে মা এবং দিদাকে আমন্ত্রণ করেছিল নভ্যা। আর শো এর প্রথম এপিসোড এই তিন মহিলা মিলে অমিতাভ বচ্চনের নামে দারুন আলোচনা করেছিলেন যদি সে সব পুরোটাই মজার ছলে ছিল।

Back to top button

Ad Blocker Detected!

Refresh