বাংলা সিরিয়াল

এবারেও জগদ্ধাত্রীর কুর্সিতে জোর ধাক্কা! সোনা রুপার কাছে এঁটে উঠলো না জ্যাস সান্যাল! ছক্কা হাঁকিয়ে বাংলার সেরা অনুরাগের ছোঁয়া, TRP-র সেরা চারে উঠে এলো নিম ফুলের মধু! ব্যাপক রদবদল

আজ শুক্রবার প্রকাশিত বছরের চতুর্থ টিআরপি(TRP List) রেজাল্ট। ছুটির কারণে একটা দিন পিছিয়ে গিয়েছে। স্বাভাবিকভাবেই উত্তেজনা আরো কিছুটা বেড়ে গিয়েছে। কে এবারে হল সেরার সেরা, এই প্রশ্ন যখন কুরে কুরে খাচ্ছিল দর্শকদের মনে হঠাৎ করে এল সামনে রেজাল্ট। আবার বাজিমাত করেছে অনুরাগের ছোঁয়া(Anurager Choya)। সবাইকে টপকে সেরার শিরোপা ছিনিয়ে নিল স্টার জলসার(Star Jalsha) ধারাবাহিক।

সোনা রুপার সত্যি ঠাকুমার সামনে আসা। উল্টে সূর্যের বাড়িতে রুপার আশা সব মিলিয়ে টানটান উত্তেজনার পর্বে চলছে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে। আবার যে প্রমো এসেছে সেখানে আবার দেখা গিয়েছে দীপা তার দুই মেয়ের পরিচয় জানিয়ে দিয়েছে সূর্যকে। স্বাভাবিকভাবেই দর্শকদের মনে একটা আলাদা উত্তেজনা কাজ করছে।

সামান্য পিছিয়ে দ্বিতীয় জায়গায় পড়ে রইল জগদ্ধাত্রী(Jagadhatri)। প্রতিবারের মতো তৃতীয় স্থান দখল করেছে গৌরী এলো(Gouri Elo)। তবে চতুর্থ স্থানে এসেছে বেশ বড় রকমের রদবদল। নতুন শুরু হওয়া ধারাবাহিক গুলির মধ্যে শুরু থেকেই চর্চায় ছিল নিম ফুলের মধু(Nim Phuler Modhu)। এবারে চতুর্থ স্থান দখল করে নিয়েছে এই ধারাবাহিক। পর্না ভার্সেস কৃষ্ণা দর্শকদের বেজায় পছন্দ হয়েছে সে প্রমাণিত।

অন্যদিকে, স্টার জলসা তুলনায় জি বাংলা এবারেও এগিয়ে। এবার চোখ রাখা যাক নন ফিকশন শো গুলির মধ্যে কে এগিয়ে। নতুন শুরু হয়ে ঘরে ঘরে জি বাংলা ততটা দর্শকদের মন জয় করতে পারেনি। প্রতিবারের মতো দিদি নাম্বার ওয়ান সানডে ধামাকা সবাইকে টপকে নর ফিকশন শো গুলির মধ্যে সেরার তালিকায় প্রথম হয়েছে।

এখন দেখে নেওয়া যাক বাদ বাকি কোন ধারাবাহিক কত নম্বর পেয়েছে…

প্রথম -অনুরাগের ছোঁয়া (৯.১)

দ্বিতীয়- জগদ্ধাত্রী (৮.৪)

তৃতীয়- গৌরী এলো (৭.৮)

চতুর্থ- নিম ফুলের মধু (৭.৬)

পঞ্চম- বাংলা মিডিয়াম, পঞ্চমী (৭.২)

ষষ্ঠ- খেলনা বাড়ি, রাঙা বউ (৬.৯)

সপ্তম- এক্কাদোক্কা (৬.৮)

অষ্টম- হরগৌরী পাইলস হোটেল ,আলতা ফড়িং (৬.৩)

নবম -মিঠাই (৫.৯)

দশম -সোহাগ জল (৫.২)

নন ফিকশন শো গুলির মধ্যে…

দিদি নাম্বার ওয়ান সানডে ধামাকা (৬.৪)

সারেগামাপা (৫.৭)

সুপার সিঙ্গার ৪ (৩.৮)

ঘরে ঘরে জি বাংলা (১.২)

Back to top button

Ad Blocker Detected!

Refresh