PM Wi-Fi-তে বিপ্লব আনতে অনুমোদন দিল কেন্দ্র! কর্মসংস্থান বাড়িয়ে দেশে খুলবে এক কোটি ডেটা সেন্টার

দেশে ১ কোটি ডেটা সেন্টার খুলবে কেন্দ্রীয় সরকার

প্রকল্পের নাম প্রধানমন্ত্রী ওয়াই-ফাই অ্যাক্সেস ইন্টারফেস।

বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পর এই কথা জানান রবিশঙ্কর।

যে কোনও দোকানকে ডেটা অফিসে রূপান্তরিত করা যাবে। ডেটা অফিস, ডেটা এগ্রিগেটর, অ্যাপ সিস্টেমের জন্য ৭ দিনের মধ্যে সেন্টার খোলার অনুমতি দেওয়া হবে বলেও জানান তিনি।