“এত কিছুর মাঝে সেই প্রেম, নাচ গান কোথাও হারিয়ে যাচ্ছে, সেই স্বাদকে আবারও ফিরিয়ে আনার চেষ্টায় তৈরি এই ছবি” – গান লঞ্চে মেট্রো স্টেশনে ধরা দিলেন প্রসেনজিৎ! ২৩ বছর আগের “চোখ তুলে দেখনা কে এসেছে” বেজে উঠলো আবার “মিস্টার ইন্ডাস্ট্রি” র আগমনে

গত সোমবার কলকাতা শহরের বুকে হলো এক অদ্ভুত ঘটনা। সপ্তাহের প্রথম দিন হিসেবেই ধরা হয় সোমবারকে। এদিন রীতিমতো সকলেই ব্যস্ত থাকেন নিজেদের কাজের জগতে। মেট্রো স্টেশনেও বুক জুড়ে ব্যস্ততা। সকলেই তড়িঘড়ি ছুটছে এদিক ওদিক। এরমধ্যে দেখা গেল সাধারণ মানুষের মাঝে মেট্রো উঠে এলেন “মিস্টার ইন্ডাস্ট্রি”। অভিনেতাকে দেখে এত ভিড় যে মাথা ছাড়া আর কিছু দেখা যাচ্ছে না। সাধারণ মানুষের মাঝে মেট্রো স্টেশনে উপস্থিত হলেন প্রসেনজিৎ। এমন ধরনের বিরল ঘটনা ঘটলে জমজমাট হয়ে যাওয়া অস্বাভাবিক নয়।
এসপ্লানেডের মেট্রো স্টেশনের টিকিট কাউন্টার চত্বরে তখন ব্যস্ততায় ভরপুর। এরই মাঝে বেজে উঠলো নস্টালজিক গান “চোখ তুলে দেখনা কে এসেছে”। যাত্রীরা দেখতে পেলেন সুপারস্টার প্রসেনজিৎকে। অভিনেতার সাথে দেখা গেল ছোট পর্দার জনপ্রিয় মুখ তথা এই নতুন সিনেমার এক চরিত্রের অভিনেত্রী ইপ্সিতা মুখোপাধ্যায়কে। এছাড়া উপস্থিত ছিলেন পরিচালক সম্রাট শর্মা। এদিন মেট্রো স্টেশনে তারকাদের হাটের উপলক্ষ ছিল নতুন সিনেমা “প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা” এর গান লঞ্চ। ২৩ বছর আগের হোস্টেলিয়া ফুটে উঠল এদিন এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে।
এদিন প্রসেনজিতের সাথে দেখতে পাওয়া গেল হরনাথ চক্রবর্তীকে। প্রসেনজিৎ নস্টালজিক হয়ে ফিরে গেলেন ২৩ বছর আগে। অভিনেতা বলে উঠলেন, “নাচ গানে ছবি তো হওয়া দরকার। এত কিছুর মাঝে সেই প্রেম, নাচ গান কোথাও হারিয়ে যাচ্ছে। সেই স্বাদকে আবারও ফিরিয়ে আনার চেষ্টায় তৈরি এই ছবি”।
প্রসঙ্গত এই ছবির হাত ধরে টলিউডের পর্দায় আসতে চলেছে নতুন জুটি। প্রথমবার জুটি বাঁধতে চলেছেন ঈপ্সিতা মুখোপাধ্যায় এবং ঋষভ বসু। নতুন সিনেমা সম্পর্কে অভিনেত্রীর সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন বহুবিশিষ্ট সংবাদ মাধ্যম। তবে অভিনেত্রীর সাথে যোগাযোগ করা হলে অভিনেত্রী জানান এখন এই নতুন সিনেমার সম্পর্কে তাঁর কিছু বলা বারণ আছে। সময় আসলে সব বলা হবে। প্রসঙ্গত আগামী ২৫ শে নভেম্বর মুক্তি পেতে চলেছে নতুন সিনেমা “প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা”।