টলিউড

এবারে প্রতিযোগিতা শুরু ইন্দ্রানী হালদারের ছবি এবং স্বস্তিকা মুখোপাধ্যায়ের ছবির মধ্যে, ‘কুলের আচার’ মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই প্রেক্ষাপট কমে গেল স্বস্তিকার ‘শ্রীমতি’র

এক সপ্তাহের মধ্যেই মুক্তি পেয়েছে স্বস্তিকা মুখোপাধ্যায়ের ছবি ‘শ্রীমতি’ এবং অন্যদিকে ইন্দ্রানী হালদার, মধুমিতা সরকার, বিক্রম চ্যাটার্জী অভিনীত ছবি ‘কুলের আচার’। এখন ইন্দ্রানী হালদার এবং স্বস্তিকা মুখোপাধ্যায় ছবি মুক্তি পাওয়ার দুটো ছবির মধ্যেই চলছে জোরদার প্রতিযোগিতা। ইতিমধ্যেই শ্রীমতি সিনেমা হলে বেশ ভালো পরিমান ব্যবসা করে নিয়েছে। ১৭ টি প্রেক্ষাপটে ইতিমধ্যেই রমরমে চলেছে শ্রীমতি।

কিন্তু সমস্যাটা তৈরি হলো কুলের আচার মুক্তি পাওয়ার পর থেকে। স্বস্তিকা মুখোপাধ্যায়ের অভিযোগ দ্বিতীয় সপ্তাহ তে প্রেক্ষাপট কমে চার করা হয়েছে। দুপুর ছাড়া নাকি শ্রীমতির কোন শো টাইম নেই। ইন্দ্রানীর ছবি নাকি সবটাই গ্রাস করেছে। বড় প্রয়োজন আর হাত রয়েছে কুলের আচার এর উপরে তাই এটা হওয়ারই ছিল হয়তো। কিন্তু সত্যি কি এমন কোন ঘটনা ঘটেছে? এই প্রসঙ্গে অভিনেত্রী ইন্দ্রানী হালদার জানিয়েছেন ‘‘নন্দন-সহ একাধিক প্রেক্ষাগৃহ হাউজফুল। নিজে দেখলাম। খবরও পেয়েছি। প্রথম সপ্তাহ এ রকমই যাবে। দ্বিতীয় সপ্তাহ থেকে বোঝা যাবে আসল দর্শকের সংখ্যা। তখনও অপ্রতিরোধ্য গতি থাকলে ‘কুলের আচার’ তার জায়গায় থাকবে। না হলে কিছু প্রেক্ষাগৃহ থেকে তাকেও সরানো হবে। নতুন ছবিকে জায়গা দেওয়ার জন্য।’’

এছাড়াও স্বস্তিকা মুখোপাধ্যায়ের ছবি শ্রীমতি সম্পর্কে ইন্দ্রানী হালদার জানিয়েছেন ‘স্বস্তিকা তো এসভিএফের ঘরের মেয়ে! অনেক কাজ করেছেন। আগামী দিনেও অনেক কাজ করবেন। ওঁর কোনও অভিমান থাকলে প্রযোজনা সংস্থার সঙ্গে বুঝে নিন। আমি কোনও ঝামেলায় নেই। মন থেকে একটাই চাওয়া। দর্শক তারিয়ে তারিয়ে ‘কুলের আচার’ দেখে আসুন প্রেক্ষাগৃহে।’’

Back to top button

Ad Blocker Detected!

Refresh