টলিউড

পাত্তা দিতে চান না ট্রোলারদের! বেশ কয়েক দিন সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে চান জনপ্রিয় গায়ক রূপঙ্কর বাগচী, স্পষ্ট জানিয়ে দিলেন সকলকে

সোশ্যাল মিডিয়া এখনো সরগম রূপঙ্কর বাগচীর সেই লাইভ ভিডিওতে কেকে করা মন্তব্য নিয়ে। কেকে র মৃত্যুর কয়েক ঘন্টা আগেই লাইভ ভিডিওতে এসে রূপঙ্কর বাগচী যে সমস্ত কথা বলেছেন তা এখন কারোরই অজানা নয়। সেইসব মন্তব্য সোশ্যাল মিডিয়ায় রীতিমত তোলপাড় কাণ্ড ঘটিয়ে ছিল। এরপর আগুনে ঘি ঢালার মতো কাজ করেছে কেকের মৃত্যু। কেকের মৃত্যুর পেছনে অনেকে দায়ী করছে রূপঙ্কর বাগচী কে। এক রাতের মধ্যেই বাংলার জনপ্রিয় গায়ক হয়ে উঠল খলনায়ক। এরপরে মাঝখানে কেটে গেছে বেশ কয়েকটি দিন। কিন্তু বিতর্ক এখনো থামেনি। এখনো বিভিন্ন জায়গা থেকে রূপঙ্কর বাগচী কে নিয়ে কটাক্ষ করা হচ্ছে।

এরমধ্যে প্রেস কনফারেন্সে এসে সমস্ত প্রশ্নের জবাবও দিয়েছেন রূপঙ্কর বাগচী এবং তার স্ত্রী। কিন্তু তাতেও নেটিজেনদের প্রশ্ন থামেনি। একের পর এক প্রশ্নে ঘেরাও করা হয়েছে জাতীয় পুরস্কারপ্রাপ্ত গায়ক কে। হাতজোড় করে সকলের কাছে অনুরোধ করেছিলেন যেন তাকে আর কোন প্রশ্ন না করা হয়। তিনি আর কোনো প্রশ্নের জবাব দিতে পারবেন না। এর মধ্যে প্রশ্ন উঠেছে বর্তমানে কেমন আছেন জনপ্রিয় গায়ক কি তার মানসিক পরিস্থিতি।

আর এই প্রশ্নের উত্তরে স্বয়ং গায়কই জবাব দিয়েছেন, রূপঙ্কর বাগচী জানিয়েছেন ‘আমি ভালো আছি। মানসিক চাপ কিছুটা কেটেছে। এখনও যে পুরোপুরি কেটে গিয়েছে, তা নয়। আমি ভালো থাকার চেষ্টা করছি। ভালো থাকবও। ‘নেটমাধ্যম থেকে দূরে আছি। এখন বেশ কয়েক দিন আমরা সেখান থেকে দূরেই থাকব।’

Back to top button

Ad Blocker Detected!

Refresh