নুসরত জাহান অতীত! এবার নিখিল জৈন প্রেমে পড়লেন টলিউডের কম বয়সী সুন্দরী অভিনেত্রী সৌরসেনীর! ‘একসঙ্গে পৌঁছেছেন তারা লন্ডনে’, গুজব অনুগামীদের মধ্যে

একসময় টলিউড অভিনেত্রী নুসরত জাহানের সঙ্গে সম্পর্কে জড়িয়ে নেটিজেনদের আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসতে সক্ষম হয়েছিলেন জনপ্রিয় ব্যবসায়ী নিখিল জৈন। এরপর চূড়ান্ত বিতর্কের মধ্যে দিয়ে গিয়ে বিচ্ছেদ হয়েছিল তাদের। এই মুহূর্তে টলিউড অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে সম্পর্কের রয়েছেন অভিনেত্রী নুসরত জাহান। তবে অপর দিকে এখনো পর্যন্ত প্রকাশ্যে নিজের অন্য কোনো সঙ্গীকে নিয়ে কথা বলতে দেখা যায়নি নিখিল জৈনকে।
তবে এক সময় শোনা গিয়েছিল অভিনেত্রী নুসরত জাহানকে পাল্লা দেবার জন্য তিনিও নাকি অভিনয় জগতে নামতে চলেছেন। পাশাপাশি সে সময় তার জনপ্রিয় শাড়ির ব্যবসার মুখ হয়ে উঠছে দেখা গিয়েছিল টলিউড অভিনেত্রী ত্রিধা চৌধুরীকে। এমনকি তারা একে অপরের সঙ্গে সম্পর্কে রয়েছেন, এমন গুঞ্জনও শোনা গিয়েছিল টলিউডের অন্দরে। তবে সে সময় নিখিল প্রকাশ্যে জানিয়ে দিয়েছিলেন তারা কেবলমাত্র ভালো বন্ধু।
এবার আরেক টলিউড অভিনেত্রী সৌরসেনী সেনগুপ্তর সঙ্গে নাম জড়ালো নিখিল জৈনের। তিনিও অভিনেত্রী নুসরত জাহানের প্রাক্তনের শাড়ির ব্যবসার মুখ হয়ে উঠেছেন সম্প্রতি। জানা গেছে বর্তমানে লন্ডনের রাস্তায় নাকি একসঙ্গে দেখতে পাওয়া যাচ্ছে তাদের। যদিও গোটা বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত প্রকাশ্যে মুখ খোলেননি নিখিল কিংবা সৌরসেনী কেউই।