নুসরত, সৌরসেনীর পর ঊষসী! নুসরাতকে ভুলে অবশেষে কি অভিনেত্রী উষসী রায়ের সঙ্গেই গাঁটছড়া বাঁধতে চলেছেন নিখিল জৈন? গুঞ্জন মাথাচাড়া দিয়ে উঠল

কয়েক মাস আগেই টলিপাড়ায় গুঞ্জন উঠেছিল যে নুসরাত জাহানের প্রাক্তন স্বামী নিখিল জৈনের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন জি বাংলার বকুল কথা ধারাবাহিকের অভিনেত্রী উষসী রায়। যদিও এই গুঞ্জন দুজনের একজনও স্বীকার করেনি। উষসী জানিয়েছিলেন নিখিলের সঙ্গে তিনি একই জিম সেন্টারে জিম করতেন। সেখানেই তাদের পরিচয় তেমন কোন পরিচয় আর নেই নিখিলের সঙ্গে। জিম করতে গিয়ে মাঝে মধ্যে যা দু-একটা কথা হতো। তবে আবার সেই গুঞ্জনই মাথাচাড়া দিয়ে উঠলো। সোমবার বিকেলেই নুসরাতের প্রাক্তন স্বামী নিখিলের সঙ্গে তার বিপনির শোরুমে পৌঁছে গিয়েছিলেন উষসী।
কিছুদিন আগে আন্দামানের ফটো শুটের জন্য গিয়েছিলেন সেখানে নাকি তার সঙ্গে গিয়েছিলেন নিখিল তবে এই বিষয়ে সংবাদমাধ্যমে সরাসরি জানিয়েছেন ‘আন্দামানে আমি গিয়েছিলাম ঠিকই। সঙ্গে ছিল আমার সহকর্মীরা। আমরা ঘুরেছি। কাজ করেছি। আমি টিকিট, হোটেল বুকিংয়ের তথ্য দেখিয়ে দিতে পারি। রক্ত জল করা পরিশ্রমের টাকায় করেছি সবটা।’
এক বছর বেশি সময় কেটে গিয়েছে নুসরাত এবং নিখিলের সম্পর্ক শেষ হয়ে গিয়েছে। হঠাৎ করেই নুসরাত জাহান নিখিলের সঙ্গে তার সম্পর্ক অস্বীকার করেন। এরপরে এই নিয়ে বেশ চর্চা হয়েছিল সংবাদ মাধ্যমে। এমনকি সারা সোশ্যাল মিডিয়ায় জুড়েই তাদের সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠেছিল নারান রকম। তারপরেই সামনে আসে নুসরাতের গর্ভবতী হওয়ার খবর এবং সেই খবর কে আরও উসকে দিয়ে নিখিল মন্তব্য করেন যে নুসরাতের গর্ভের সন্তান তার নয়। আর নিখিলের এই মন্তব্যই অনেকটা আগুনে ঘি ঢালার মতো কাজ করেছিল। পরবর্তীকালে অবশ্য প্রত্যেকেই জেনেছেন যে নুসরাত এবং যশ দাশগুপ্ত সম্পর্কে রয়েছেন, তাদের দুজনেরই সন্তান ঈশান।