টলিউড

নাতিকে সঙ্গে নিয়ে কাঁসর বাজালেন রঞ্জিত মল্লিক, মল্লিক বাড়ির পুজোয় চুটিয়ে আনন্দ করলেন কোয়েল

কলকাতার বনেদি বাড়ির পুজোগুলির মধ্যে অন্যতম জনপ্রিয় হলো মল্লিক বাড়ির পুজো। ১৯২৫ সালে মল্লিক বাড়িতে শুরু হয়েছিল দেবী দুর্গার আরাধনা। তারপর থেকে সেই একই রকম ভাবেই মল্লিক বাড়িতে দুর্গা পুজো হয়ে আসছে। এবারও তার ব্যতিক্রম হয়নি। মল্লিক বাড়ির পুজোয় মেতে উঠলেন রঞ্জিত মল্লিক, কোয়েল মল্লিক এবং মল্লিক বাড়ির জামাই নিসপাল সিং রানে।

মল্লিক বাড়ির দুর্গা পূজার পাশাপাশি টলি পাড়ার রঞ্জিত মল্লিক এবং তাঁর কন্যা তথা জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিককে দেখার জন্য অনেকেই ভিড় করেন মল্লিক বাড়িতে। এ বছরও ভীষণ ভিড় জমেছিল মল্লিক বাড়ি। পুজোর ক’টা দিন টলিপাড়ার নায়িকা কোয়েল শুধুই বাড়ির মেয়ে হিসেবেই থাকেন। পুজোর চারটে দিন তিনি নিজেই বাড়িতে কাটান পুজো মণ্ডপে। পুজোর সমস্ত রকম স্ত্রী আচারে যোগদান করেন তিনি।

মহা সপ্তমীতে কোয়েলকে দেখা গেল ঘরোয়া বাঙালি সাজে। সোনালি শাড়ি, আর সাদা ডিজাইনার ব্লাউজে অপরূপা তিনি। আর কোয়েল-রানের ছেলে ছোট্ট কবীর এদিন প্রিন্টেড পাঞ্জাবিতে সেজেছিল। এদিন নাতি কবীরের সঙ্গে তালে তাল মিলিয়ে কাঁসর বাজালেন টলিউড ইন্ডাস্ট্রির বর্ষীয়ান অভিনেতা রঞ্জিৎ মল্লিক। ছেলেকে সঙ্গে নিয়ে পোজও দিয়ে ছবিও তুললেন কোয়েল।

প্রসঙ্গত, “জঙ্গলে মিতিন মাসি” ছবিটি সম্প্রতি পুজোতে মুক্তি পেয়েছে। এতদিন ছবির প্রচারে ব্যস্ত ছিলেন তিনি। ভবানীপুরের মল্লিক বাড়ির দুর্গা পূজা তিনি কিন্তু প্রতিবছরের মতোই উপস্থিত ছিলেন। তবে শুধু দুর্গাপূজা নয়। দুর্গাপূজার পাশাপাশি দীপাবলি লক্ষ্মীপূজো সবটাই মল্লিক বাড়িতে বেশ আনন্দের সঙ্গে উপভোগ করেন কোয়েল। তবে এই বছর উপোস করেছে কোয়েলের ছেলে ছোট্ট কবীর, একথা নিজেই জানান কোয়েল।

 

View this post on Instagram

 

A post shared by Koel Mallick (@yourkoel)

Back to top button

Ad Blocker Detected!

Refresh