৪২ এ পা রাখলেন অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি, সাধারণের মতোই পায়েস-বিরিয়ানি ভালোবাসা, জন্মদিনের কেক কেটে আবেগঘন পোস্ট করলেন স্বস্তিকা

গত ১৩ই ডিসেম্বর ৪২ বছর বয়সে পা রাখলেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। চল্লিশের ঘর পেরিয়ে গেলেও অভিনেত্রীর সৌন্দর্যে এতোটুকু ভাটা পড়েনি। বরং দিনে দিনে আরো সুন্দরী এবং স্টাইলিশ হয়ে উঠছেন অভিনেত্রী। নিজের জন্মদিনের কিছু মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ার ইনস্টাগ্রাম একাউন্টে পোস্ট করেছেন স্বস্তিকা। সেখানেই দেখা গিয়েছে অভিনেত্রী কেক কেটে নিজের জন্মদিন সেলিব্রেট করছেন।
পাশে রাখা রয়েছে এক বাটি পায়েস এবং প্রদীপ। ঐদিন কালো রঙের ডিজাইনের জামা পড়ে অভিনেত্রী ধরা দিয়েছেন ছবিতে। সেই ছবি এবং ভিডিও পোস্ট করে স্বস্তিকা ক্যাপশনে লিখেছেন ‘মা চলে গিয়েছে ৮টা জন্মদিন আগে, তারপর থেকে আর পায়েস খাওয়া হয়নি। হাজারটা জিনিস যা আর খাওয়া বা করা হয়না তার মধ্যে অন্যতম! কলার বড়া, তিল এসব মা ভেজে খাওয়াতো, প্রদীপ জ্বালিয়ে, শাঁখ বাজিয়ে, আমা প্রিয় খাবারগুলি থাকত। অত যত্ন মায়ে রা-ই করে।’
অভিনেত্রী আরো লিখেছেন ‘তবে এই বছরটা ভাগ্যবান আমি। বন্ধুদের ধন্যবাদ, আমার জানার থেকেও বেশি ওঁরা আমাদের জীবনের একটি অংশ হয়ে উঠেছে। ওঁরা এই ছবিতে নেই। ওঁরা VVIPS তাই আপনারা শুধু কানে শুনতে পাবেন। অনেকেই আমার কেক কাটার দক্ষতা নিয়ে অখুশি। হুহ।’
বন্ধুদের থেকে এত সুন্দর উপহার পেয়ে অভিনেত্রী ভীষণই খুশি। সকলকে বারবার ধন্যবাদ জানিয়েছেন তিনি। কমেন্ট বক্সেও তাকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন নেটিজেনরা। কিছুদিন আগেই OTT প্লাটফর্ম নেটফ্লিক্স এ মুক্তি পেয়েছে অভিনেত্রীর প্রথম হিন্দি ছবি কোয়ালা। দর্শক মহলের সেই ছবি বেশ ভালোই জনপ্রিয়তা পেয়েছে সেটা দর্শকদের ফিডব্যাক দেখেই বোঝা যাচ্ছে।
View this post on Instagram