সুপারস্টার মিমি সর্বগুণে সম্পন্ন! ফ্রাইড রাইসের চেনা রেসিপি দিয়ে তৈরি করলেন নতুন খাবার! দেখুন রান্নাঘরে কী জাদু দেখাচ্ছেন অভিনেত্রী মিমি

ক্যামেরার সামনে তাঁর সাবলীল অভিনয়। ফটোশুটেও তাঁর রূপের ঝলকে চোখ ধাঁধিয়ে যায় নেটিজেনদের। আবার রাজনীতিতেও কাজ করতে পারেন চূড়ান্ত দক্ষতায়। নিজের দুটি প্রফেশনই সামলাচ্ছেন সম্পূর্ণ দক্ষতার সাথে। তবে এবার রান্নায় নিজের হাতের জাদু দেখালেন অভিনেত্রী মিমি। সংসদ অভিনেত্রী মিমি এবার ফ্রাইড রাইসের চেনা রিসিপির সাথে আনলেন টুইস্ট।
সম্প্রতি একটি চাল প্রস্তুতকারক সংস্থার বিজ্ঞাপনী অনুষ্ঠানের অংশ ছিলেন অভিনেত্রী মিমি। সেই কারণেই রান্না ঘরে গিয়ে ফ্রাইড রাইস রান্না করতে হয়েছে তাঁকে। প্রথমেই চালটি ভালোমতো ধুয়ে সেদ্ধ বসিয়ে দেন। প্রয়োজনীয় পেঁয়াজ এবং অন্যান্য সবজি কেটে নেন। রান্নার জন্য প্রয়োজনীয় মশলা জোগাড় করেন। বাগান থেকে তুলে আনেন একেবারে টাটকা ধনেপাতা।
এরপরে কড়াইতে তেল দিয়ে সবজি এবং পেঁয়াজ ভালোমতো ভেজে নেন। তারপর কড়াইতে মশলা কষিয়ে নিয়ে তাতে সেদ্ধ করে নেওয়া ভাত দিতেই তৈরি হয়ে যায় ফ্রাইড রাইস। তবে এরপরই আসে আসল টুইস্ট। কড়াইতে আরেকটু তেল দিয়ে ডিমের অমলেট তৈরি করে নেন। ওমলেট তৈরি হয়ে গেলে তাতে ভাত দিয়ে ওমলেটিকে গুটিয়ে দেন। ফ্রাইড রাইস ভরা ডিমের রোল কেটে কেটে তাতে প্রথম কামর বসান অভিনেত্রী নিজেই।
রান্নার এই ভিডিও পোস্ট করে অভিনেত্রী এমনই আরো চেনা রান্নাকে কিছুটা টুইস্ট দিয়ে নতুন করে তোলার অনুরোধ জানিয়েছেন ক্যাপশনে। তারপর সে রান্নার ভিডিও পোস্ট করে অভিনেত্রী মিমি ট্যাগ করতে বলেছেন তাঁকে এবং ‘পরিবার বাই শুভম’ ও ‘এসভিএফ ব্র্যান্ড’-কে। সেই ভিডিওগুলো পোস্ট করবেন তাঁরাও। এছাড়াও তিনি জানিয়েছেন এই প্রতিযোগিতায় যে বিজেতা হবেন তিনি পেয়ে যাবেন অভিনেত্রী মিমির সাথে রান্না করার সুযোগ।
View this post on Instagram