বলিউড

‘কউন বনেগা ক্রোড়পতি’ তে যেতে চান? হতে চান বাংলা থেকে কোটিপতি? শুরু হয়ে গিয়েছে রেজিস্ট্রেশন, রইল পদ্ধতি

হিন্দি রিয়েলিটি শো গুলির মধ্যে অন্যতম একটি হলো ‘কউন বনেগা ক্রোড়পতি’। এই কুইজ শো টির জনপ্রিয়তা আকাশছোঁয়া। নানানরকম এর প্রশ্নের সাথে অনেককিছুই জানা যায়। এছাড়াও প্রশ্নের উত্তর সঠিক দেওয়া মাত্রই লক্ষ লক্ষ টাকা বাড়ি নিয়ে যেতে পারে প্রতিযোগিরা। আর জনপ্রিয়তার দ্বিতীয় কারণ হলেন বলিউডের বিগ বি অমিতাভ বচ্চন। দীর্ঘ ২১ বছর ধরে তিনি এই শো এর সঞ্চালনা করে আসছে। খুব শীঘ্রই আসছে এই শো এর সিজন ১৪।

৯ই এপ্রিল থেকে শুরু হচ্ছে এই শো এর রেজিস্ট্রেশন। খুব সোজা কয়েকটি ধাপে মাধ্যমে আপনিও পারবেন এই শো এর রেজিস্ট্রেশন করাতে। কিভাবে রেজিস্ট্রেশন করবেন তার সব তথ্য দেওয়া হলো –

১. সোনি লাইভ (Sony Liv) অ্যাপের মাধ‍্যমে কেবিসি (KBC) অনলাইন রেজিস্ট্রেশনের জন‍্য অ্যাপ্লাই করুন।
২. হিন্দি ও ইংরেজি এই দুটি ভাষার মধ‍্যে আপনার পছন্দ মতো একটি বেছে নিন।
৩. নিজের নাম নথিভুক্ত করুন।
৪. নিজের বয়স নথিভুক্ত করুন।
৫. গ্র‍্যাজুয়েট অথবা আন্ডার গ্র‍্যাজুয়েট এই দুটি অপশনের মধ‍্যে যেকোনো একটি বেছে নিন আপনার শিক্ষাগত যোগ‍্যতার হিসাবে।
৬. নিজের পেশা নথিভুক্ত করুন

একবার তথ্য রেজিস্ট্রেশন করা হয়ে গেলে সেটা আর পরবর্তী সময়ে পাল্টানো যায় না। কিংবা কোনো ভুল হলে সেটা পরবর্তীকালে আর সংশোধন করার কোন উপায় নেই। তাই যখন রেজিস্ট্রেশন করবেন তখন দেখে শুনে নিয়ে তথ্য জমা দেবেন।

 

View this post on Instagram

 

A post shared by Sony Entertainment Television (@sonytvofficial)

Back to top button

Ad Blocker Detected!

Refresh