ছোট্ট টিপ, হালকা লিপস্টিক আর দামি সোনার গয়না! সুপারস্টার মিমির পুজোর সাজ কে কত নম্বর দেবেন?

তারকাদের থাকে নানা লুক। পুজোর চার দিন একটু না সাজলে চলে নাকি? সেই কথাই মনে করিয়ে দিলেন সুপারস্টার মিমি চক্রবর্তী। সাবেকি সাজে ধরা দিলেন নায়িকা। গা ভর্তি দামি সোনার গয়না। সবুজ রঙের শাড়ি, কপালে ছোট টিপ সঙ্গে হালকা মেকআপ। শাড়িটা একটু অন্য ভাবে পরেছেন অভিনেত্রী।
সাবেকিয়ানার সঙ্গে আধুনিকতার মিশেল। এমনই এক লুকে ধরা দিলেন অভিনেত্রী-সাংসদ মিমি চক্রবর্তী। সারা বছরই কাজের সূত্রে নতুন নতুন সাজে ধরা দেন অভিনেতা-অভিনেত্রীরা। তা বলে পুজোর সময় কি বাদ যাবে? তা-ও কি কখনও হয়!
নায়িকাদের সাজ দেখে অনেকেই চেষ্টা করেন তেমন ভাবে সেজে ওঠার। এ ক্ষেত্রেও সুপারস্টার মিমিকে দেখে ও ভক্তদের প্রতিক্রিয়া তেমনই। মিমি লিখলেন, ‘‘সাজব না…পুজো বলে কথা! পুজো পরিক্রমা কেমন চলছে?”
মিমির সৌন্দর্যে এমনিতেই মুগ্ধ ভারতের দর্শক। আর এই পুজোয় শুধুই সাবেকিয়ানায় ধরা দিলেন অভিনেত্রী। অষ্টমীর অঞ্জলি দিলেন খাঁটি বাঙালি সাজে। এই পুজোয় প্যাস্টেল রঙের পোশাকের আধিক্য বেশ চোখে পড়ার মতো। অষ্টমীর সকালে এমনই প্যাস্টেল রঙের শাড়িতে দেখা গেল তাঁকে। সঙ্গে তেমনই মানানসই ব্লাউস। পুজোয় আপনাদের প্রিয় তারকাদের কোন সাজ সবচেয়ে ভাল লাগল?
View this post on Instagram