টলিউড

‘ও দিদিভাই জবাব দিন!” পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে উদ্ধার ২০ কোটি টাকা, তৃণমূল কংগ্রেসকে খোঁচা মেরে কবিতার মাধ্যমে মমতাকে তোপ রুদ্রনীলের

সপ্তাহের শেষেই বড় গন্ডগোল রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেসে। আদালতের নির্দেশেই এসএসসি দুর্নীতি কান্ডের পর ইডির দল হানা দেয় আমাদের রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে। সকাল থেকে নাকতলার বাড়িতে টানা জিজ্ঞাসাবাদ পর্ব চলছে। পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা চট্টোপাধ্যায়ের বাড়িতেও ইডির আরেকটি দল হানা দেয়, সেখান থেকে উদ্ধার হয় টাকার পাহাড়। দক্ষিণ কলকাতার একটি অভিজাত আবাসনে থাকেন অর্পিতা চট্টোপাধ্যায়। সেখান থেকে উদ্ধার হয় মোট কুড়ি কোটি টাকা এবং তার সঙ্গে বেশ কয়েকটি মোবাইল ফোন। আর এই ব্যাপার যে বর্তমানে রাজ্যে শুরু হয়ে গিয়েছে চাঞ্চল্য। বিরোধীদলের একের পর এক উসকে দেওয়া মন্তব্য করেই চলেছে। সেই তালিকায় নাম লিখেছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ।

পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে অর্পিতা চট্টোপাধ্যায় এর একটি ছবি এবং টাকার পাহাড়ের সেই ছবি সোশ্যাল মিলিয়ে পোস্ট করে রুদ্রনীল লিখেছেন ‘বাংলার ইতিহাসে এ ঘটনা বিরল বা নেই। আদালতের নির্দেশে চলা চাকরি চুরির তদন্তের মধ্যে মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতার ফ্ল্যাট থেকে ২০ কোটি টাকা উদ্ধার ইডির তদন্তে!!’ বর্তমানে এই তারকা তৃণমূলের বিরোধীদল বিজেপিতে যোগদান করেছেন রুদ্রনীল নিজের সোশ্যাল মিডিয়া একাউন্টে আরো জানিয়েছেন ‘সৎ শিক্ষিত চাকরি প্রার্থীরা চোখের জলে খালি পেটে রাস্তায় বসে, নয়ত আদালতের দুয়ারে। আর বস্তা বস্তা টাকা পড়ে অর্পিতাদের ঘরে। তৃণমূল জিন্দাবাদ!! তৃণমূলের সততা জিন্দাবাদ। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। মন্ত্রীরা জিন্দাবাদ। শহীদ বাংলা জিন্দাবাদ। বাংলার ভোটার জিন্দাবাদ।’

অন্যদিকে তৃণমূল কংগ্রেসের আরো একজন গুরুত্বপূর্ণ সদস্য কুনাল ঘোষ জানিয়েছেন এই টাকার সঙ্গে দলের কোন যোগাযোগ নেই দল কোনভাবেই এই টাকা সম্পর্কে জানে না। প্রসঙ্গত উল্লেখ্য অর্পিতা চট্টোপাধ্যায় একজন জনপ্রিয় মডেল। নাকতলা উদয়ন সঙ্ঘের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডরও তিনি। তবে অর্পিতা চট্টোপাধ্যায়ের বাড়িতে এই বিপুল পরিমাণ অংকের টাকা কি করে এলো তা এখনো জানা যায়নি।

 

View this post on Instagram

 

A post shared by Rudranil Ghosh (@rudranilrudy)

Back to top button

Ad Blocker Detected!

Refresh