বাংলা সিরিয়াল

আলতাফড়িং থেকে অনুপ্রাণিত হয়ে ফুলকি এনেছে জি! স্টারের গল্প স্টাডি করে স্টারকেই ঘায়েল করছে! বলছেন এক জলসা ভক্ত

জি বাংলার একটি জনপ্রিয় ধারাবাহিক হলো ফুলকি, এই ধারাবাহিকে দেখানো হয় যে, বক্সিং এর একজন চ্যাম্পিয়ন হলো রোহিত কিন্তু তার সাথে ভয়ঙ্কর একটি ষড়যন্ত্র করা হয় যে ষড়যন্ত্রের শিকার হওয়ার পর সে নিজেকে সম্পূর্ণ গুটিয়ে নেয় এবং তার প্রথম স্ত্রী তাকে ছেড়ে চলে যায়, রোহিতের জীবন যখন সম্পন্ন অন্ধকারে আচ্ছন্ন, ঠিক তখনই রোহিতের জীবনে আসে ফুলকি, আলোর এক টুকরো আশা হয়ে সে রোহিতের জীবনে আসে।

ফুলকি আসার পর চেষ্টা করে সে রোহিত কে আবার আনন্দের মাঝে জীবনের মাঝে ফিরিয়ে আনতে , অন্যদিকে ফুলকির স্বপ্ন বক্সার হওয়ার এই স্বপ্ন পূরণে রোহিত হাত বাড়ায়।

এখন ফুলকি ধারাবাহিকের আগে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক আলতাফড়িং এ এই একই কনসেপ্ট ছিলো।

সেই কারণে অনেকেই মনে করেন যে আলতাফড়িং এর কনসেপ্ট থেকে অনুপ্রাণিত হয়ে জি বাংলা ফুলকি তৈরি করেছে। সোশ্যাল মিডিয়ায় একজন নেটিজেন লিখেছেন যে,“আপনারা খুব মনোযোগ দিয়ে দেখলে
দেখবেন !!! ফুলকি আর আলতা ফরিং এর
অনেক মিল পাবেন !!!

আরও পড়ুন : শর্ট ড্রেসে শুভশ্রী! “আমার প্যান্টটা নিয়ে যাও”, কটাক্ষের সুরে বললেন এক নেটিজেন

সরাসরি কোনো কানেক্ট না থাকলেও , জি প্রোডাকশন অত্যন্ত কৌশলে
আলতা ফরিং কে স্টাডি করেছে!
ফরিং চরিত্র টায় জি এতোটাই অনুপ্রাণিত হয়েছে যে‌ শেষ পর্যন্ত
খেয়ালী দিকে নিয়ে ছেড়েছে ! ফরিং এর রিপ্লেসমেন্ট হচ্ছে ফুলকি চরিত্র

জলসা বরাবরই নতুন ক্রিয়েটিভিটি কে প্রাধান্য দেয় !
নতুন কন্টেন্ট তৈরি করায় অনেক সময় ফ্লপের সামনাসামনি হতে হয় !

কিন্তু জি প্রোডাকশন বা জি বাংলা সেটা করে না
তারা জলসার ব্লকবাস্টার সিরিয়াল গুলো নিয়ে স্টাডি করে !
জগদ্ধাত্রী কে এমনি এমনি দেয় নি ৭ টায় ,,তারা পড়াশোনা করেই দিয়েছে!

জিএর‌ নিজস্ব প্রোডাশন তৈরি হয়েছে
বোঝেনা সে বোঝেনা থেকে অনুপ্রাণিত হয়ে ,,
মিঠাই এ বিএসবির অনেক ছাপ পাওয়া গেছে , শুধু তাই নয়
মিঠাই তৈরি করতে অনেক গুলো সিরিয়াল নিয়ে চর্চা করেছে ।।

জলসার জন্ম থেকে

জি বাংলা যেভাবে কোনঠাসা থেকেছে!
অনেক কষ্ট করে একটি পজিশনে গড়তে পেরেছে তাই তারা যেকোনো মূল্যে ও হোক
সেটা হারাতে চায় না !

এজন্য কাঁটা দিয়ে কাঁটা তোলার চেষ্টা করে!!

জলসার কন্টেন্ট কে কাজে লাগিয়ে জলসা কে হারিয়ে দিতে পারে
জি বাংলা যদি এই কৌশল অবলম্বন না করতো তাহলে কখনোই
জলসা কে টক্কর দিতে পারতো না!

জলসা নিজেই নিজের প্রতিদ্বন্দ্বি”

এই পোষ্টের কমেন্ট বক্সে একজন লিখেছেন যে জি বাংলা যদি কপি করে তাহলে স্টার জলসা ও জি এর থেকে কপি করেছে,“রাসমনি, কৃষ্ণকলি,জয়ী,বকুল(অফিসিয়াল রিমেক),যমুনা,এইগুলা তো স্টারের তৈরি।

আরও পড়ুন : হঠাৎ ‘ঘরছাড়া’ নিক-প্রিয়াঙ্কা! কোটি টাকার বিলাসবহুল প্রাসাদ ছেড়ে দম্পতি গেলেন কোথায়?

মানে ভাই এইগুলা কোন লজিক না এখন স্টার আসার আগে জি তে যেই সিরিয়াল গুলো হয়েছিল যেমন স্পন্দন(বাংলার প্রথম মেডিকেল ড্রামা) এখন কি এটা বলবে যে এটার কপি করে এখানে আকাশ নীল আসছে নাকি বলবে এক আকাশের নীচের কপি ওগো বধু সুন্দরী বা অন্য ধারাবাহিক।

বর্তমানে কোন ধারাবাহিকই পুরো ফ্রেস নয় সবাই কারও না কারও থেকে অনুপ্রাণিত হয়েই আসছে ।
৫ বোনের গল্প অগ্নিপরীক্ষা থেকে বর্তমানে এখন এমন অনেক কন্টেন্ট আসছে কিংবা রাশির সাফ্যলের পর আমার দূর্গার মত সো আসছে”

Back to top button

Ad Blocker Detected!

Refresh