Storyবাংলা সিরিয়াল

সারেগামাপা-এর বিজয়ী! তারপর চূড়ান্ত খ্যাতি তবে সেটা ক্ষনিকের জন্য! কিন্তু এখন আর দেখতে পাওয়া যায় না তাঁদের, কোথায় হারিয়ে গেলেন শো-এর প্রাক্তন বিজয়ী গায়ক গায়িকারা?

গত রবিবার অর্থাৎ ৫ই জানুয়ারি শেষ হয়েছে জনপ্রিয় রিয়েলিটি শো ‘সারেগামাপা ২০২২’। গ্র্যান্ড ফিনালের মঞ্চে সকলকে হারিয়ে বিজয়ী হয়েছেন গায়ক পদ্মপলাশ হালদার এবং গায়িকা অস্মিতা কর। তবে এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় একাংশের বেশ উত্তেজনা দেখা গেলেও আরেক অংশ তৈরি করেছিল তুমুল কটাক্ষের। তবে যাই হোক বিজয়ীদের নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা হওয়ার মধ্যেই নেটিজেনদের মনে পড়ে গেল প্রাক্তন বিজয়ীদের কথা। সেই নিয়ে বিভিন্ন ধরনের কথা বলতে দেখা গেল সোশ্যাল মিডিয়াতে।

এখন তাঁরা কোথায় আছেন? কী করছে? অনেক কিছু নিয়েই প্রশ্ন উঠে দর্শকদের মনে। এই প্রতিবেদনে সারেগামাপা এর প্রাক্তন বিজয়ীদের খোঁজ তুলে ধরা হলো।

১) জীমূত রায় : সারেগামাপা ২০১৮ – এর সেরার সেরা প্রমাণিত হয়েছিলেন জীমুত। শো জিতে যাওয়ার পর গায়ক খ্যাতির শিকড়ে পৌঁছে যান। টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক ‘রানী রাসমণি’তে গান গেয়েছিলেন জীমূত। আবার ওয়েব সিরিজ ‘রুদ্রবীণার অভিশাপ’- এ কাঁচ ভাঙা গানের জন্য সেরা গায়কের পুরস্কার পেয়েছিলেন গায়ক। শুধু তাই নয় ‘আয় খুকু আয়’ এবং ‘তানসেনের তানপুরা’ সিনেমাতেও গান গেয়েছেন তিনি। প্রসঙ্গত গায়ক শুধু দেশের নন বিদেশেও তিনি গানের কনসার্ট করে থাকেন।

 

View this post on Instagram

 

A post shared by Jimut Roy (@jimut_roy)

২) অঙ্কিতা ভট্টাচার্য : দীর্ঘ সাত বছর ধরে রথীজিৎ ভট্টাচার্যের কাছে গানের তালিম নিয়েছিলেন অঙ্কিতা। ২০১৯ সালে সারেগামাপা এর বিজয়ী ঘোষিত হন। এক সময় অঙ্কিতার গাওয়া ‘কমলা সুন্দরী’ গানটি রীতিমতো ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়াতে। জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘রাঙ্গা বউ’ এর টাইটেল ট্রাকও গিয়েছেন গায়িকা। এছাড়াও বিভিন্ন সিরিয়াল সিনেমা এবং অ্যালবাম মিলিয়ে বেশ কয়েকটি প্রজেক্টে কাজ করেছেন অঙ্কিতা।

 

View this post on Instagram

 

A post shared by Ankita Bhattacharyya (@ankita.bhattacharyya.9041)

৩) অর্কদীপ মিশ্র : ২০২১-এ জনপ্রিয় গায়িকা ইমন চক্রবর্তীর মেন্টরশীপে সারেগামাপা-এর মঞ্চে ছিলেন অর্কদীপ। এরপর সারেগামাপা ২০২১ এর চ্যাম্পিয়ন হয়ে ওঠেন তিনি। তবে সেই সময় তাঁর বিজয়ী হওয়া নিয়ে উঠেছিল পক্ষপাতীত্বের আরোপ। তবে বর্তমানে গায়ক নিন্দুকদের মুখে ঝামা ঘষে দিয়ে নিজের ক্যারিয়ারে সাফল্য অর্জন করেছেন। বিভিন্ন সিনেমায় গানের পাশাপাশি প্রচুর মাচা শো করতে দেখতে পাওয়া যায় তাঁকে। ‘বৌদি ক্যান্টিন’, ‘সীমান্ত’র মত সিনেমায় গান গেয়েছেন তিনি। এছাড়াও ‘বন্দেমাতরম তুমি মা’ নামক অ্যালবামের সাথে সদস্য অর্কদীপ।

 

View this post on Instagram

 

A post shared by Arkadeep Mishra (@arkadeepmishra)

Back to top button

Ad Blocker Detected!

Refresh