বাংলা সিরিয়াল

সিদ্ধার্থ ফিরে আসাতে আবারো মিঠাই নিজের জায়গা ফিরে পেল TRP তালিকায়, এই সপ্তাহে আবারো বেঙ্গল টপার ‘মিঠাই’ ধারাবাহিক

প্রতি সপ্তাহের বৃহস্পতিবার দর্শকদের মধ্যে আলাদা একটু উত্তেজনা থাকে। কারণে সপ্তাহের এই দিন জানা যায় কোন ধারাবাহিক TRP তালিকায় কত নম্বর স্থানে রয়েছে। আর জি বাংলা এবং স্টার জলসার মধ্যে তো বরাবরই রেষারেষি চলতেই থাকে কোন চ্যানেলের বেশি সংখ্যক ধারাবাহিক TRP তালিকায় জায়গা করে নেবে সেই প্রতিযোগিতা চলছে।

স্টার জলসার গাঁটছড়া ও জি বাংলার মিঠাই ধারাবাহিকের মধ্যে সবসময় প্রতিযোগিতা চলছে। কিন্তু এই সপ্তাহে আবারও ঘটলো নতুন চমক। মিঠাই ফিরে পেল আবারো তার পুরোনো জায়গা। গাঁটছাড়া কে পেছনে ফেলে আবারো প্রথম স্থান দখল করে নিলো সিদ্ধার্থ মিঠাইয়ের জুটি। আর তাই এই সপ্তাহ মিঠাই ধারাবাহিকের ভক্তদের জন্য বিশেষ দিন কারণ বহু বহু সপ্তাহ পর আবারও মিঠাই নিজের পুরনো জায়গায় ফিরে এসেছে। এবারে ছবিটা আবারও পাল্টে গেল আবারও গাঁটছড়ার থেকে নিজের প্রথম স্থান ছিনিয়ে নিল মিঠাই। গাঁটছড়া থাকলেও দ্বিতীয় স্থানে।

চলুন এক নজরে দেখে নিন এই সপ্তাহের বাংলার সেরা ৫ –

১ম) মিঠাই ৮.৩
২য়) গাঁটছড়া ৭.৭
৩য়) মন ফাগুন ৭.৬
৪র্থ) আলতা ফড়িং / ধুলোকনা ৭.৪
৫ম) গৌরী এলো ৭.২

দেখুন সম্পূর্ণ TRP তালিকা

5:00 PM : খেলাঘর (১.৭)
5:30 PM : গুড্ডি (২.৮) | দিদি No.1 S9 (২.৫)
6:00 PM : গোধূলি আলাপ (৩.৭) | পিলু (৩.৮)
6:30 PM : বৌমা একঘর (৩.৮) | খেলনা বাড়ি (৫.৫)
7:00 PM : গাঁটছড়া (৭.৭) | উমা (৫.৯)
7:30 PM : আলতা ফড়িং (৭.৪) | গৌরী এলো (৭.২)
8:00 PM : ধুলোকণা (৭.৪) | মিঠাই (৮.৩)
8:30 PM : মন ফাগুন (৭.৬) | লক্ষ্মী কাকিমা সুপারস্টার (৬.৯)
9:00 PM : আয় তবে সহচরী (৫.৭) | এই পথ যদি না শেষ হয় (৫.৯)
9:30 PM : অনুরাগের ছোঁয়া (৫.৯) | লালকুঠি (৫.৩)
10:00 PM : গঙ্গারাম (৩.৭) | উড়ন তুবড়ি (৫.০)
10:30 PM : গ্রামের রানী বীণাপাণি (২.৮) | যমুনা ঢাকি (২.৭)
11:00 PM : জয় গোপাল (১.৯) | মঙ্গলময়ী সন্তোষী মা (১.৯)
✨NON FICTION✨
রান্নাঘর (১.০)
দাদাগিরি S9 (৪.৩)
দিদি No.1[SUN] (৪.৯)
Ismart Jodi (৩.৩)

সুতরাং বোঝাই যাচ্ছে জিবাংলা এবং স্টার জলসার মধ্যে টিআরপি রেটিংয়ের লড়াই কতটা হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। প্রতি সপ্তাহতে স্টার জলসার বেশিরভাগ ধারাবাহিক গুলি জায়গা করে নিচ্ছিল প্রথম দশে। কিন্তু এবারে চিত্রটা পাল্টে গেল। এবারে প্রথম দশের তালিকায় ৭টি জি বাংলা ধারাবাহিক রয়েছে।

Back to top button

Ad Blocker Detected!

Refresh