বাংলা সিরিয়াল

‘স্রোতের পরিবার নেই, ভিলেন পলি উধাও! শুধু ঝোরা মহার্ঘ্য জুটি দেখালে টিআরপি উঠবে না’ বালি ঝড়ের টিআরপি কমায় হতাশ দর্শক লিখলেন সোশ্যাল মিডিয়ায়!

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক বালিঝড়। এই ধারাবাহিকে রাজনৈতিক প্রেক্ষাপটে প্রেমের গল্প দেখা যাচ্ছে তবে এখনো অবধি এই ধারাবাহিকে রাজনৈতিক টানা পড়েন সেই ভাবে দেখা যায়নি। ধারাবাহিকে প্রথমে দেখা যায় যে ঝোরা এবং স্রোত একে অপরকে ভালোবাসে কিন্তু এই ভালোবাসার মধ্যে বড় দেওয়াল হয়ে দাঁড়ায় ঝোরার বাবা সমুদ্র সেন।

ঝোরা বিয়ের দিন পালিয়ে গিয়ে স্রোতের বাড়িতে উঠলেও সেখান থেকে ঝোরাকে নিয়ে আসেন তিনি আর স্রোতের বিপদের ভয় দেখিয়ে একরকম জোর করেই ঝোরার সাথে মহার্ঘ্যর বিয়ে দিয়ে দেন। এরপর মহার্ঘ্য আর ঝোরার মধ্যে দিয়ে দর্শক ফিরে পায় সেই খড়কুটো খ্যাত সৌগুন মোমেন্ট। কিন্তু এতকিছুর পরেও দেখা যায় এই ধারাবাহিকের টিআরপি বাড়ছে না।

এই ধারাবাহিকের টিআরপি না বাড়ার কারণ কি এটাই যে ধারাবাহিকের বিপক্ষে যে ধারাবাহিক আছে সেই ধারাবাহিক অনেক বেশি জনপ্রিয়? নাকি আরো কিছু অভ্যন্তরীণ কারণ আছে এই ধারাবাহিকের টিআরপি না বাড়ার পেছনে। প্রতি সপ্তাহে যখন এই ধারাবাহিকে টিআরপি কমে তখন দর্শকরা নানান রকম কথা বলেন। কেউ বলেন কিছু দর্শক চেয়েছিলেন এই ধারাবাহিকের মধ্যে নতুন জুটি অর্থাৎ ঝোরা স্রোতের গল্প দেখতে তা না হওয়াই টিআরপি কমছে। কিছু মানুষের বক্তব্য লীনা গাঙ্গুলীর অন্যান্য ধারাবাহিকে যে যৌথ পরিবারের কনসেপ্ট দেখা যায় সেটা এই ধারাবাহিকের মিস হওয়ায় টিআরপি বাড়ছে না। একজনের কথায়,
“লীনা ম্যামের সিরিয়ালের মূল আকর্ষণ তার জমজমাট Cast
আর সেই Cast টাই বাদ দিয়ে দিয়েছে
Trp আসবে কোথা থেকে??
স্রোতের পুরো পরিবারকে বাদ দিয়ে দিয়েছে
না পারিবারিক Bonding দেখাচ্ছে, না পলিটিক্সে কোন twist দেখাচ্ছে
পলি বললো সমুদ্র সেনের পলিটিকাল জীবন শেষ করে দেবে কিন্তু তার পর থেকে তাকেও বাদ দিয়ে দিল
তাও এই সপ্তাহে চন্দন সেন স্যার আর ইপ্সিতা ম্যাম আসায় একটু ঘুরেছে গল্প
অতীতে ঘটা ঘটনার উল্লেখ হয়েছে কিন্তু সেই গল্প তাড়াতাড়ি আনতে হবে
মহার্ঘ্য ঝোরার সম্পর্কর হাওয়া বদল করতে গিয়ে Time Slot এর হাওয়া বদল হয়ে না যায়
এর আগেও মাধবীলতা, সাহেবের চিঠি Trp র জন্য শেষ হয়েছে
শুধুমাত্র মহার্ঘ্য ঝোরার মূহুর্ত দেখিয়ে Trp আসবে না
জমজমাট গল্পের মোড় চাই
লীনা ম্যামের সেই আগের পারিবারিক flavor, Twist ফেরত চাই
খুব Disappointing লাগছে
লীনা ম্যামের ধারাবাহিক বকবক থাকে, ঝিমিয়ে যায়, unpredictable হয় কিন্তু জমজমাট Cast আর সংলাপে সেসব চাপা পড়ে যায়
সব চরিত্রের মাঝে এই খামতি ঢাকা পড়ে যায়
সেই Cast টাই বাদ দিয়ে আরও ঝিমিয়ে দিয়েছে গল্প”

সোশ্যাল মিডিয়ায় একজন আবার লিখেছেন যে,“ বালিঝড় ৬ টার স্লটে দেওয়ায় আমার কেন জানি মনে হচ্ছে লীনা পিসি সিরিয়ালের বাজেট কমিয়ে দিয়েছে। সিরিয়ালটির প্রোমো যেভাবে দেখানো হয়েছিল বর্তমানে সেরকম কিছুই হচ্ছে না।একটা এপিসোডে তিন থেকে চার জন মানুষকে দেখিয়ে এপিসোড শেষ করে দিচ্ছে
আসল ভিলেন পলিকে তো এক মাসের মতো দেখাচ্ছেই না।এই সিরিয়াল পুরো নরমাল কথার মধ্যে দিয়েই চলছে। তাহলে টিআরপি বাড়বে কি করে”

Back to top button

Ad Blocker Detected!

Refresh