নতুন সত্যির মুখোমুখি হতে চলেছে সূর্য দীপা! একই দিনে জন্ম সোনা এবং রুপার! নিজেদের সন্তানের কথা কি জানতে পারবে তারা! কি হতে চলেছে আগামী দিনে?

বাংলা ধারাবাহিক(Bengali Serial) প্রেমিকার কাছে এক গৌরবের নাম অনুরাগের ছোঁয়া(Anurager Choya)। কারণ বাংলার এই ধারাবাহিক ভারতের সেরা ধারাবাহিকের মধ্যেও শ্রেষ্ঠ আসন নিয়েছে। কারণ ধারাবাহিকের প্রত্যেক দিনের এপিসোডই থাকে নিত্য নতুন টুইস্ট। যে কারণে এই ধারাবাহিকের একটি পর্ব মিস করার কথা ভাবতে পারেন না দর্শক।
বিশেষ করে ধারাবাহিকের জুটি সূর্য এবং দীপাকে দর্শক শুরুর থেকেই ভালোবেসে এসেছেন। তাদের প্রেম বিয়ে ভালোবাসার এবং বিচ্ছেদ সবকিছুর সাক্ষী থেকে ছেন দর্শক। কিন্তু পাশাপাশি তাদের মিল দেখতেও ব্যাকুল হয়ে উঠেছেন তারা। এর মাঝেই গল্প এসেছে নতুন টুইট। জন্ম নিয়েছে সোনা এবং রুপা। অর্থাৎ তাদের দুই সন্তান। কিন্তু তারা নিজেরাই জানেনা তারাই তাদের বাবা-মা। রুপা মানুষ হচ্ছে দীপার কাছে আর সোনা মানুষ হচ্ছে সূর্যের কাছে। কিন্তু রুপা যে সূর্যের মেয়ে এবং সোনা যে মিশকার নয় দীপার নিজের মেয়ে সেটা তারা জানেন না।
কিন্তু লাবণ্য সেনগুপ্ত আসল সত্যিটা জানে। তাই সে উঠে পড়ে লেগেছে কিভাবে সূর্য এবং দীপার মধ্যে মিল করানো যায়। তবে প্রতিবার মিশকা এমন কিছু না কিছু প্ল্যান করছি যে কারণে সত্যি থেকে আরও দূরে চলে যাচ্ছে তারা। তবে এবার এক জোরদার পরিকল্পনা করলো লাবণ্য সেনগুপ্ত। দীপাকে বললো দুই মেয়েকে নিয়ে তারা দুজনে কোথাও ঘুরতে যাবে।
ধারাবাহিকের আগামী পর্বে (Next Episode)দেখা যেতে চলেছে সেই খুশির মুহূর্ত। যেখানে লাবণ্য সেনগুপ্ত, দীপা সেই সঙ্গে সোনা এবং রুপা নিজেদের দিন সেলিব্রেট করতে এসেছে। আর ঠিক সেখানে হাজির হয়েছে মিশকা। রুপা যখন সোনাকে জিজ্ঞাসা করে তার জন্মদিন কবে। তখন সে জানায় ১৭ ই নভেম্বর।
এই কথা শুনে রুপা বলে আমারও ঐদিন জন্মদিন। তবে কি আমরা জমজ। এই কথা শুনে গলায় জুস আটকে গিয়েছে লাবণ্য সেন গুপ্তর। আর পুরো কথাটাই শুনেছে মিশকা।
সঙ্গে সঙ্গে সেই দৌড় লাগিয়েছে সূর্যর কেবিনে। এবং সেখান থেকেই কোন একটা নথি সরিয়ে ফেলতে চাইছে। কিন্তু তখনই সেখানে হাজির হয়েছে সূর্য। এখন দেখার যে সত্যি থেকে সূর্য এবং দীপা দুজনেই অনেক দূরে দাঁড়িয়ে রয়েছে এই সত্যি কি অবশেষে সামনে আসে! প্রমাণিত হয় যে যাবতীয় ভুল বোঝার কারণ আসলে মিশকা। সেই ইচ্ছাকৃত এইসব পরিকল্পনা করেছে তাদের আলাদা করার জন্য। তার অপেক্ষাতেই দিন গুনছেন দর্শক। এখন দেখার কতদিনে সত্যিটা সামনে আসে।
View this post on Instagram