বাংলা সিরিয়াল

লালনের মানসিক বিভ্রান্তি আর গাঁটছড়ার অতীত ট্র্যাক‌ই কাল হলো! বাজিমাত করে বেরিয়ে গেল জ্যাশ সান্যালের জগদ্ধাত্রী! অল্পের জন্য বঙ্গ সেরার মুকুট হাতছাড়া হলো অনুরাগের ছোঁয়ার!

ধারাবাহিকের টিআরপি সব সময় ওঠানামা করছে। আজ যে ধারাবাহিক বঙ্গ সেরা কাল সেই ধারাবাহিকের ভরাডুবি হতে বেশি ক্ষণ সময় লাগবে না আবার গতকাল অবধি যে ধারাবাহিক নিয়ে কেউ ভাবেনি সেই ধারাবাহিকটি যে কোনো মুহূর্তে বঙ্গ সেরা হয়ে উঠতে পারে। আসলে ধারাবাহিক এর গল্প উত্তেজনা এবং একই সাথে দর্শকদের গ্রহণ ক্ষমতার ওপর নির্ভর করে, টিআরপি। তাই টিআরপি এত বেশি পরিবর্তনশীল।

এই সপ্তাহে টিআরপির ক্ষেত্রে দেখা যাচ্ছে লালনের স্মৃতি ফিরিয়ে এনে বাজিমাত করলেও লালনের মানসিক দোটানা এবং তিতিরের প্রতি দুর্বলতা দেখে দর্শক ধুলোকণার থেকে মুখ ফিরিয়েছেন, সেই কারণে বঙ্গ সেরার আসন হারিয়েছে এই ধারাবাহিক। অন্যদিকে জগদ্ধাত্রী ও জ্যাশ সান্যালের দ্বৈত চরিত্রে অভিনয় দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন দর্শক অপরদিকে অতীত টেনে এনে নিজেই নিজের কবর খুঁড়েছে গাঁটছড়া আর সারার মাত্রাতিরিক্ত অসভ্যতা এবং ভূমি অভির সম্পর্কের টানা পোড়েন টিআরপি কমিয়ে দিয়েছে সাহেবের চিঠি ধারাবাহিকের।

এই সপ্তাহের বাংলার সেরা ৫
১ম। জগদ্ধাত্রী (৮.০) TOPPER
২য় । অনুরাগের ছোঁয়া (৭.৯)
৩য়। ধুলোকনা (৭.৩)
৪র্থ । আলতা ফড়িং (৭.১)
৫ম । খেলনা বাড়ি | এক্কা দোক্কা (৬.৭)

পুরো টিআরপি তালিকা-

৫.৩০‌ – গুড্ডি (৪.৩) | দিদি No.1 S9 (৩.৫)
৬.০০-নবাব নন্দিনী (৬.৪) | পিলু (৪.৯) [Last Week]
৬.৩০- সাহেবের চিঠি (৬.১) | খেলনা বাড়ি (৬.৭)
৭.০০- গাঁটছড়া (৬.৬) | জগদ্ধাত্রী (৮.০) করে
৭.৩০- আলতা ফড়িং (৭.১) | গৌরী এলো (৬.৪)
৮.০০- ধুলোকণা (৭.৩) | মিঠাই (৬.৪)
৮.৩০- মাধবীলতা (৬.৬) | লক্ষ্মী কাকিমা সুপারস্টার (৬.০)
৯.০০- এক্কা দোক্কা (৬.৭) | এই পথ যদি না শেষ হয় (৪.৮)
৯.৩০- অনুরাগের ছোঁয়া (৭.৯) | লালকুঠি (৩.৭)
১০.০০-হরগৌরী পাইস হোটেল (৫.৪) | বোধিসত্ত্বর বোধবুদ্ধি (৩.১)
১০.৩০- গোধূলি আলাপ (৩.৬) | উড়ন তুবড়ি (২.৮)
১১.০০- রাধাকৃষ্ণ (১.৭) | শিশু ভোলানাথ (২.১)

NON FICTION শো-

রান্নাঘর (১.০)
সা রে গা মা পা (৫.৮)
দিদি No.1 [সানডে ধামাকা] (৪.৬)
Dance Dance Junior (৪.৮)

Back to top button

Ad Blocker Detected!

Refresh