বাংলা সিরিয়াল

ফিরলো না হাল, আবারো ব্যর্থ মিঠাই, টিআরপি তালিকায় এবারো প্রথম ‘ধুলোকণা’, তবে সকলকে চমকে দিলো ‘গাঁটছড়া’

বৃহস্পতিবার মানেই বাংলা টেলিভিশনের দর্শকরা অধীর আগ্রহে বসে থাকেন নিজেদের প্রিয় ধারাবাহিক গুলির অবস্থান জানার জন্য। এবং প্রায় প্রতি সপ্তাহেই টিআরপি তালিকা চমকে দেয় ছোট পর্দার দর্শকদের। এবারও সকলকে চমকে দিয়ে তালিকার প্রথম স্থান অধিকার করে নিতে সক্ষম হয়েছে স্টার জলসার ‘ধুলোকণা’ ধারাবাহিকটি।

প্রসঙ্গত টিআরপি তালিকায় কঠিন লড়াই চললেও প্রথম ৫ এ এদিন জায়গা করে নিতে পারেনি স্টার জলসার একসময়ের অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক ‘গাঁটছড়া’। অপরদিকে সকলকে হতাশ করে আরও একবার দশম স্থান অধিকার করেছে জি বাংলার মিঠাই ধারাবাহিকটি।

প্রসঙ্গত একসময় বাংলার সেরা ধারাবাহিক হিসেবে পরিচিত থাকলেও এই মুহূর্তে ধারাবাহিকের গল্পের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছেন দর্শকরা। যে কারণে ক্রমশ কমছে মিঠাই ধারাবাহিকের জনপ্রিয়তা। অনেকেই ভেবেছিলেন নির্মাতারা ধারাবাহিকের গল্পে যেরকম পরিবর্তন আনছেন তাতে হয়তো নতুন কোন টুইস্ট দেখতে পাবেন তারা টিআরপি তালিকায়। তবে এ সপ্তাহে ব্যর্থ হয়েছে মিঠাই ধারাবাহিক।

অপরদিকে সকলকে চমকে দিয়ে প্রথম তিনে উঠে আসতে সক্ষম হয়েছে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকটি। বলাই বাহুল্য এই ধারাবাহিকের গল্পের নতুন মোড় যে দর্শকদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে, তা আরও একবার প্রমাণিত হয়ে গিয়েছে টিআরপি তালিকার মাধ্যমে। সব মিলিয়ে এই সপ্তাহের টিআরপি তালিকা বেশ অবাক করেছে ছোট পর্দার দর্শকদের।

এই সপ্তাহের বাংলার সেরা ৫ ধারাবাহিক-

১ম। ধুলোকনা ৭.৮ (বঙ্গ সেরা)
২য়। জগদ্ধাত্রী ৭.৭
৩য়। অনুরাগের ছোঁয়া ৭.৬
৪র্থ। আলতা ফড়িং ৭.১
৫ম। গৌরী এলো ৬.৯

টি আর পি -র পুরো তালিকা-

5:30 PM : গুড্ডি (৪.১) | দিদি No.1 S9 (৩.২)
6:00 PM : নবাব নন্দিনী (৬.৩) | পিলু (৪.৮)
6:30 PM : সাহেবের চিঠি (৬.৬) | খেলনা বাড়ি (৬.০)
7:00 PM : গাঁটছড়া (৬.৭) | জগদ্ধাত্রী (৭.৭)
7:30 PM : আলতা ফড়িং (৭.১) | গৌরী এলো (৬.৯)
8:00 PM : ধুলোকণা (৭.৮) (বঙ্গ সেরা) | মিঠাই (৬.২)
8:30 PM : মাধবীলতা (৬.৪) | লক্ষ্মী কাকিমা সুপারস্টার (৫.৯)
9:00 PM : এক্কা দোক্কা (৬.৪) | এই পথ যদি না শেষ হয় (৪.৯)
9:30 PM : অনুরাগের ছোঁয়া (৭.৬) | লালকুঠি (৪.০)
10:00 PM : হরগৌরী পাইস হোটেল (৫.৫) | বোধিসত্ত্বর বোধবুদ্ধি (৩.৪)
10:30 PM : গোধূলি আলাপ (৩.৩) | উড়ন তুবড়ি (৩.৩)
11:00 PM : রাধাকৃষ্ণ (১.৬) | শিশু ভোলানাথ (২.১)

NON FICTION শো-

রান্নাঘর (০.৯)
সা রে গা মা পা (৫.০)
দিদি No.1 [সানডে ধামাকা] (৫.১)
Dance Dance Junior (৪.৭)

Back to top button

Ad Blocker Detected!

Refresh