বাংলা সিরিয়াল

আবার নিজেদের হারানো বঙ্গ সেরার আসন ফিরে পেলো মিঠাই! টি আর পি লিস্টে অভিনব ফল করেছে সাহেবের চিঠি, এক্কা দোক্কা! কত নং এ রয়েছে গাঁটছড়া আর ধুলোকণা?

লালন আর ফুলঝুরির বিয়ের ট্রাক নিয়ে বঙ্গসেরার আসন পেয়েছিলো স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ধুলোকণা। বঙ্গ সেরা ধারাবাহিক মিঠাই কে হারিয়ে বঙ্গ সেরার আসন লাভ করেছিল এই ধারাবাহিক। সম্প্রতি মিঠাই আবার তার পুরনো আসন ফিরে পেয়েছেন বঙ্গ সেরার আসন ফিরে পেয়েছে। লক্ষ্মী কাকিমা হয়েছে দ্বিতীয় আর যৌথভাবে তৃতীয় হয়েছে গৌরী এলো আর গাঁটছড়া। অন্যদিকে স্টার জলসার সদ্য শুরু হওয়া ধারাবাহিক ‘সাহেবের চিঠি’র টি আর পি আগের থেকে বেড়েছে যা যথেষ্ট ইতিবাচক একটি ব্যাপার। স্লট লিড না হলেও প্রথম সপ্তাহে ভালো ফল করেছে এক্কা দোক্কা- প্রতিপক্ষ ধারাবাহিক এই পথ যদি না শেষ হয় – এর সাথে তার সামান্য কয়েক পয়েন্টের ডিফারেন্স আছে‌।

এই সপ্তাহের বাংলার সেরা ৫ ধারাবাহিক হলো
১। মিঠাই (৮.৫ )- বঙ্গসেরা
২। লক্ষ্মী কাকিমা (৮.০)-দ্বিতীয়
৩। গৌরী এলো / গাঁটছড়া (৭.৯)-তৃতীয়
৪। আলতা ফড়িং (৭.৭)-চতুর্থ
৫। ধুলোকণা (৭.৫)-পঞ্চম
OPENING TRP এক্কাদোক্কা (৫.৮)

টি আর পির পুরো তালিকা-

5:00 PM- খেলাঘর (১.৬)
5:30 PM- গুড্ডি (৩.১) /দিদি No.1 S9 (৩ ১)
6:00 PM- গোধূলি আলাপ (৩.৭) / পিলু (৪.৫)
6:30 PM – সাহেবের চিঠি (৪.২) /খেলনা বাড়ি (৫.৬)
7:00 PM – গাঁটছড়া (৭.৯) /উমা (৬.২)
7:30 PM -আলতা ফড়িং (৭.৭) /গৌরী এলো (৭.৯)
8:00 PM – ধুলোকণা (৭.৫) /মিঠাই (৮.৫)
8:30 PM -মন ফাগুন (৬.৩) / লক্ষ্মী কাকিমা সুপারস্টার (৮.০)
9:00 PM – এক্কা দোক্কা (৫.৮) [OPENING] | এই পথ যদি না শেষ হয় (৬.০)
9:30 PM – অনুরাগের ছোঁয়া (৬.৩) / লালকুঠি (৪.৯)
10:00 PM – আয় তবে সহচরী (৪.৮) /বোধিসত্ত্বর বোধবুদ্ধি (৫.১)
10:30 PM – বৌমা একঘর (২.৭) / উড়ন তুবড়ি (৪.২)
11:00 PM : জয় গোপাল (২.১) | শিশু ভোলানাথ (২.৩)

নন ফিকশন শো-
রান্নাঘর (১.১)
সা রে গা মা পা (৬.৯)
দিদি No.1 (সানডে ধামাকা) (৬.৮)
Ismart Jodi (৩.১)

Back to top button

Ad Blocker Detected!

Refresh